Advertisement
Advertisement
Sandeshkhali

সন্দেশখালিতে জাতীয় ST কমিশনের প্রতিনিধিরা, রাষ্ট্রপতিকে রিপোর্ট পেশ

সন্দেশখালির সিং পাড়া, সর্দারপাড়ায় ঘুরে আদিবাসী পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সদস্যরা। সমস্ত অভিযোগ নথিভুক্ত করেছেন তাঁরা।

ST Commission visits Sandeshkhali and submits report to the President Draupadi Murmu

ফাইল ছবি।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 22, 2024 8:05 pm
  • Updated:February 22, 2024 9:07 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতীয় তফসিলি জাতি (SC) কমিশনের পর এবার জাতীয় তফসিলি উপজাতি (ST) কমিশন। সন্দেশখালির (Sandeshkhali) পরিস্থিতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সেখানে পৌঁছন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। এই দলের নেতৃত্বে জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে সামগ্রিক রিপোর্ট তাঁরা দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (President Draupadi Murmu)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ন’টা নাগাদ জাতীয় তফসিলি উপজাতি কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল ধামাখালি বাজারে এসে পৌঁছয়। সেখান থেকে ফেরিঘাটে লঞ্চে জলপথ পেরিয়ে নদীর ওপারে যান তাঁরা। এর পর টোটো চড়ে সন্দেশখালির গ্রামে প্রবেশ করেন কমিশনের সদস্যরা। এদিন প্রথমেই তাঁরা পৌঁছন সন্দেশখালির সিং পাড়ায়। সেখানে কয়েকটি আদিবাসী পরিবারের সঙ্গে কথা বলেন জাতীয় তফসিলি উপজাতি কমিশনের সদস্যরা। তাদের সঙ্গে কোনও নির্যাতনের ঘটনা ঘটেছে কি না, জানতে চান। তেমন কোনও ঘটনা ঘটলে তাও নথিভুক্ত করা হয় কমিশনের তরফে। সেখান থেকে বেরিয়ে কমিশনের সদস্যরা আসেন সর্দারপাড়ায়। সেখানেও একইভাবে আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলে নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: সমকামী সম্পর্ক, উদ্দাম যৌনতা! বান্ধবীকে ‘বিয়ে’র পরই কোন্নগরে সন্তানকে খুন মায়ের]

এদিন আশপাশের আরও কয়েকটি গ্রামে পরিদর্শন করে গোটা পরিস্থিতি চাক্ষুষ করেন জাতীয় এসটি কমিশনের ভাইস চেয়ারম্যান অনন্ত নায়েক। এর আগে বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)সন্দেশখালি নিয়ে একটি পৃথক কমিটি গঠন করেছিলেন। তাঁরাও সেখানে ঢোকার পথে বাধা পান। তাঁরাও ফিরে নাড্ডার কাছে রিপোর্ট পেশ করেছিলেন। তা নিয়ে তাঁরা সরাসরি রাষ্ট্রপতির কাছেই রিপোর্ট দেবেন। ফলে সন্দেশখালিকাণ্ডের জল ক্রমশ গড়াচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ