Advertisement
Advertisement

Breaking News

Subhrangshu Roy

‘বাবাকে দিল্লি নিয়ে যাওয়ার পিছনে বড় টাকার খেলা’, মুকুল উধাও কাণ্ডে ‘রহস্য’ দেখছেন শুভ্রাংশু

সাংবাদিক বৈঠক করে কী বললেন মুকুলপুত্র?

Subhrangshu Roy smells 'mystry' behind his father Mukul Roy's missing and found in Delhi, expresses concern | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:April 18, 2023 12:09 pm
  • Updated:April 18, 2023 1:51 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুকুল রায়ের (Mukul Roy) উধাও হওয়া এবং পরবর্তীতে দিল্লি বিমানবন্দরে তাঁর দেখা পাওয়া নিয়ে জটিলতার মাঝে বিস্ফোরক তাঁর ছেলে শুভ্রাংশু রায় (Subhrangshu Roy)। মঙ্গলবার তিনি বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে এ বিষয়ে বড় ‘রহস্য’ রয়েছে বলে মনে করছেন বীজপুরের প্রাক্তন বিধায়ক। তাঁর কথায়, ”আমার সঙ্গে এখনও বাবার কোনও যোগাযোগ হয়নি। বাবা অসুস্থ, হাতে টাকা নেই। তিনি কীভাবে দিল্লির যাওয়ার জন্য বিমানের টিকিট কাটবেন? এর পিছনে বড় টাকার খেলা আছে।”

সোমবার সন্ধে নাগাদ সল্টলেকের (Salt Lake) বাড়ি থেকে আচমকা উধাও হয়ে যান কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। ছেলে শুভ্রাংশু বিমানবন্দর থানায় বাবাকে নিয়ে নিখোঁজ ডায়েরি (Missing Diary) করেন। জানান, দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি বাড়ি থেকে তাঁকে নিয়ে বিমানবন্দরের দিকে গিয়েছেন। রাতের দিকে দিল্লি বিমানবন্দরে দেখা যায় মুকুল রায়কে। পরিবারকেও অন্ধকারে রেখে এভাবে আচমকা অপরিচিত ব্যক্তিদের সঙ্গে দিল্লি চলে যাওয়া চমকে দিয়েছে সকলকে।

Advertisement

 

Advertisement

[আরও পড়ুন: ১১ ব্যাংক অ্যাকাউন্টে ১ কোটিরও বেশি টাকা! CBI-এর নজরে জীবনকৃষ্ণ ও স্ত্রীর সম্পত্তি]

এনিয়েই মঙ্গলবার শুভ্রাংশু সাংবাদিক বৈঠক ডেকে একাধিক অভিযোগ তুললেন। অসুস্থ বাবা এভাবে দিল্লি চলে যাওয়ায় অত্যন্ত উদ্বিগ্ন ছেলে। বললেন, ”বাবার পার্কিনসন্স, ডিমেনশন। ইনসুলিন ছাড়াও তাঁকে সারাদিনে ১৮ রকমের ওষুধ খেতে হয়। আমি জানি না, কাল সন্ধে থেকে বাবা এখনও সেসব কিছু খেয়েছেন কি না। না খেলে তিনি আরও অসুস্থ হয়ে পড়বেন। একজন অসুস্থ মানুষকে নিয়ে রাজনীতি হচ্ছে! এর পিছনে বড় টাকার খেলা আছে। তৃণমূল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদনাম করার জন্য এসব চক্রান্ত চলছে।”

[আরও পড়ুন: আচমকা উধাও মুকুল রায়! থানায় নিখোঁজ ডায়েরি করলেন উদ্বিগ্ন শুভ্রাংশু]

এরই মধ্যে আবার বিজেপি নেতা অনুপম হাজরা ‘প্রত্যাবর্তন’ বলে টুইট করেছেন। তাতে জল্পনা বেশি করে উসকেছে। তবে কি ফের বিজেপিতে ফিরছেন মুকুল রায়? এ বিষয়ে শুভ্রাংশুকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ”দলের মুখপত্র আমি নই।  তাঁকে এই অবস্থায় কোন দলে যোগ করিয়ে দিতে পারে সেটার সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বিরোধী দল হতে পারে। তিন বছর আগের মুকুল রায় আর এখনকার মুকুল রায়ের মধ্যে অনেক পার্থক্য।” 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ