Advertisement
Advertisement
Saumitra

‘বুঝিনি দিল্লি গিয়ে রাসলীলা করবে’, সৌমিত্রকে বেনজির আক্রমণ সুজাতার

সৌমিত্রকে 'দলবদলু ধান্দাবাজ' বলে কাটাক্ষ করেন সুজাতা।

Sujata Mandal slams BJP MP Saumitra Khan | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 20, 2023 4:37 pm
  • Updated:January 20, 2023 4:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার ভরা সভায় বিজেপি সাংসদ তথা স্বামীকে তীব্র আক্রমণ শানালেন সুজাতা মণ্ডল। বললেন, “বুঝতে পারিনি সাংসদ দিল্লি গিয়ে রাসলীলা করবেন।” সৌমিত্রকে (Saumitra Khan) দলবদলু ধান্দাবাজ বলে কটাক্ষও করলেন তিনি।

সৌমিত্র খাঁ-সুজাতা মণ্ডলের সম্পর্ক-বিচ্ছেদ সবটাই প্রকাশ্যে। স্রেফ বিজেপি ছেড়ে সুজাতা তৃণমূলে যোগ দেওয়ায় ভেঙে গিয়েছে দু’জনের দাম্পত্য। চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। এসবের মাঝে বাঁকুড়ার কোচডিহিতে তৃণমূলের তরফে সভার আয়োজন করা হয়। সেখান থেকে স্বামীকেই বেনজিরভাবে আক্রমণ করলেন সুজাতা মণ্ডল। দীর্ঘদিন বিজেপির হয়ে প্রচার করেছিলেন সুজাতা, সেই প্রসঙ্গ সাফাই দিয়ে বলেন, “আমাদের স্ত্রীদের কর্তব্য স্বামীর পাশে থাকা। আমিও ছিলাম। কিন্তু বুঝিনি তিনি দিল্লিতে গিয়ে রাসলীলা, রঙ্গরসিয়া করবেন। আমাকে আপনারা ক্ষমা করবেন।” সৌমিত্র খাঁর চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি কর্মী হওয়ায় সামাজিক বয়কটের শিকার! সমস্যা নিয়ে থানায় অভিযোগ]

এরপরই ওঠে দলবদল প্রসঙ্গ। সেখানে সুজাতা বলেন, “আমি ওকে বলেছিলাম, তৃণমূল না ছাড়তে। কিন্তু ভোটের সময় দলবদল ওর নেশা হয়ে দাঁড়ায়।” আদালতের নির্দেশে একটা দীর্ঘ সময় বাঁকুড়ায় প্রবেশের অনুমতি ছিল না সৌমিত্র খাঁর। সেই দিনগুলি তুলে ধরেন সুজাতা। 

Advertisement

প্রসঙ্গত, সৌমিত্র-সুজাতার দাম্পত্য জীবনে টানাপোড়েন শুরু গত বছর। রাজনীতির ময়দানে বরাবর একসঙ্গে লড়াই করলেও সুজাতা মণ্ডল খাঁ (Sujata Mandal Khan) ২০২১-এ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে (TMC) যোগ দেন। তার পরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন সৌমিত্র। সেদিন প্রকাশ্যে স্ত্রীর জন্য চোখের জল ফেলতেও দেখা গিয়েছিল বিজেপি সাংসদকে। রাজনীতির প্রভাব ব্যক্তিগত জীবনে পড়া কখনই উচিত নয়, এই কথা পালটা শোনা গিয়েছিল সুজাতার মুখে। 

[আরও পড়ুন: টোটোয় বিলাসবহুল গাড়ির ধাক্কা, মেয়েকে স্কুলে দিতে যাওয়ার পথে গতির বলি হাওড়ার বধূ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ