BREAKING NEWS

৩ আশ্বিন  ১৪৩০  বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর ২০২৩ 

READ IN APP

Advertisement

‘শিলিগুড়ির বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি’, সৌমিত্রর চরিত্র নিয়ে প্রশ্ন তুললেন সুজাতা

Published by: Sayani Sen |    Posted: February 20, 2023 1:09 pm|    Updated: February 20, 2023 1:10 pm

Sujata Mandal slams husband Soumitra Khan's character । Sangbad Pratidin

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এবং তাঁর স্ত্রী সুজাতা মণ্ডলের দাম্পত্যে চিড় ধরেছে বহুদিন আগেই। বিবাহবিচ্ছেদের মামলা চলছে তাঁদের। তারই মাঝে বিস্ফোরক ফেসবুক পোস্ট সুজাতার। নাম না করে স্বামী সৌমিত্রর নৈতিক চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুললেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় সুজাতা লেখেন, “একজন বদ্ধ পাগল, মাতাল, চরিত্রহীন, লম্পট শিলিগুড়ির বিধবাকে রক্ষিতা বানিয়ে ফুর্তি করা, তারকাটা, দলবদলু, দুর্নীতিগ্রস্ত, ধান্দাবাজ, অন্যের ঘাড়ে চেপে শেষবারের মতো জেতা এমপি বিষ্ণুপুরের বুকে গলায় গামছা নিয়ে হুমকি দিয়ে প্রমাণ দিচ্ছে যে তার সময় শেষ হয়ে এসেছে, আর মাত্র কয়েকটা মাস তারপরই তার নামে “বলো হরি হরি বোল” বলে পাবলিক তাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। রক্ষিতা বিধবার দৌলতে আগামিদিনে পরণে জুটবে না কাছা/ তাই মরণের আগে গলায় দিয়েছে এমপি গামছা। কেয়া বাত, কেয়া বাত, কেয়া বাত। সময়ের সাথে প্রত্যেকটা কথা মিলিয়ে নেবেন জনগণকে বলছি।”

[আরও পড়ুন: মতুয়াদের নাম সংকীর্তন, প্রসাদ বিলির সময় পুলিশের গাড়ির দৌরাত্ম্য, জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ]

সুজাতা এই পোস্টে নিজের স্বামীর নাম সরাসরি উল্লেখ করেননি। তবে আদতে কার কথা বলতে চেয়েছেন তিনি, তা স্পষ্ট। তাই এই পোস্ট নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অবশ্য এর আগেও একাধিকবার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক দাবি করেন। তাঁদের দাম্পত্যে তৃতীয় ব্যক্তি চলে আসায় বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছেন বলেও দাবি করেন সুজাতা। আর তারপর থেকে সুজাতা-সৌমিত্রর দাম্পত্য নিয়ে টিপ্পনি কাটতে বাদ রাখেননি কেউ। সম্প্রতি লোকসভায় অধিবেশন চলাকালীন সৌমিত্রকে খোঁচা দিয়েছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। তিনি বলেন, “উসকা বিবি ভাগ গ্যায়া ইসলিয়ে উসকা তার কাট গ্যায়া।” যদিও তার তীব্র বিরোধিতা করেন খোদ সৌমিত্র।

[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের গ্রেপ্তার ২ এজেন্ট, এবার সিবিআইয়ের জালে তাপস ও নীলাদ্রি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে