Advertisement
Advertisement

শিক্ষামূলক ভ্রমণে যেতে বাধা, ‘আত্মহত্যা’ দুই বান্ধবীর

তদন্তে বোলপুর থানার পুলিশ৷

Suspicious death of two friend

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 17, 2018 3:42 pm
  • Updated:December 17, 2018 3:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই বান্ধবীর রহস্যমৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল বীরভূমের বোলপুরের নায়েকপাড়ায়৷ সোমবার সকালে বাড়ি থেকেই তাদের দেহ উদ্ধার হয়৷ ওই দুই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ৷ তদন্তকারীদের অনুমান, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে দু’জনে৷

[ফের ‘মানুষখেকো’ চিতাবাঘের হামলা, জখম বৃদ্ধ]

এলাকারই এক স্কুলে পড়ত ওই দুই বান্ধবী৷ দু’জনের সম্পর্ক ছিল খুবই ভাল৷ রবিবার রাতে একসঙ্গে ছিল দু’জনে৷ সোমবার বেশ খানিকটা বেলা গড়িয়ে গেলেও ঘর থেকে বেরোচ্ছিল না কেউ৷ ডাকাডাকি শুরু করেন পরিজনেরা৷ সাড়া না পেয়ে জোর করে দরজা ভেঙে ঘরে ঢোকেন তাঁরা৷ ঘরে ঢুকে অবাক হয়ে যান সকলে৷ দেখেন ঘরের মধ্যে বিছানার উপর অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে ওই দুই স্কুল ছাত্রী৷ তড়িঘড়ি তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তবে চিকিৎসকেরা জানান, মারা গিয়েছে দু’জনে৷ প্রাথমিকভাবে চিকিৎসকদের দাবি, বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে পড়ুয়ারা৷ ওই দুই কিশোরীর পরিজনদের দাবি, কয়েকদিন পরই স্কুল থেকে শিক্ষামূলক ভ্রমণেও যাওয়ার কথা ছিল তাদের৷ মেয়েরা বড় হয়ে গিয়েছে, তাই বাড়ি থেকে বেড়াতে যাওয়ায় পরিজনদের আপত্তি ছিল যথেষ্ট৷ তাতেই মনখারাপ হয়ে গিয়েছিল ছাত্রীদের৷ মানসিক অবসাদ থেকেই আত্মঘাতী হওয়ার সিদ্ধান্ত নেয় তারা৷ যদিও পরিবারের দাবি মানতে নারাজ ওই ছাত্রীদের প্রতিবেশীদের একাংশ৷ তাঁদের দাবি, ইদানীং দুই ছাত্রীর সম্পর্কের অবনতি হয়েছিল৷ তা সত্ত্বেও কেন একসঙ্গে রবিবার রাতে থাকার পরিকল্পনা করল দু’জনে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেশীরা৷

Advertisement

[আরামবাগে তৃণমূল নেতাকে পিটিয়ে খুন, দিনহাটায় আক্রান্ত শাসকদলের কর্মী]

বোলপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ মানসিক অবসাদ নাকি এই রহস্যমৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ আপাতত ওই দুই কিশোরীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ রিপোর্ট হাতে আসার পরই কীভাবে মারা গেল দু’জনে, তা নিশ্চিত হওয়া যাবে বলেই জানান তদন্তকারীরা৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ