Advertisement
Advertisement

Breaking News

Saree

১৮ লক্ষ টাকার সওদা তন্তুজের, পুজোর মুখে খুশির হাওয়া কালনার তাঁতিপাড়ায়

৭০ টাকা থেকে ২২০ টাকায় শাড়ি মিলবে, প্রান্তিক মানুষদের আশ্বাস মন্ত্রীর।

Tantuja buys sarees worth Rs 18 lakhs from weavers in Kalna ahead of Durga Puja | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:August 13, 2023 9:45 pm
  • Updated:August 13, 2023 9:47 pm

অভিষেক চৌধুরী, কালনা: পুজোর মুখে তাঁতিপাড়ায় খুশির হাওয়া। কালনা-১ (Kalna) ব্লকের ধাত্রীগ্রামে তাঁতিদের থেকে তন্তুজ প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকার শাড়ি কিনল। রবিবারের সওদায় উপস্থিত ছিলেন তন্তুজের (Tantuja) স্পেশ্যাল অফিসার তথা মন্ত্রী স্বপন দেবনাথ-সহ তন্তুজের অন্যান্য আধিকারিকরা। কালনা থেকেই এই কেনাকাটা শুরু হল। এরপর রাজ্যের আরও অন্যান্য জায়গা থেকেও তা কেনা হবে বলে জানিয়েছে তন্তুজ।

কালনা ১ ব্লকের ধাত্রীগ্রাম-সহ পূর্বস্থলী ১ ব্লকের একটা বিশাল অংশ এই তাঁত (Tant) শিল্পের উপর নির্ভরশীল। যার উপর নির্ভর করে তাঁতিদের জীবন-জীবিকা চলে। আর এই তাঁত শিল্পকে চাঙ্গা করতে সরকারের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগও নেওয়া হয়। এলাকার তাঁতিদের পাশে দাঁড়াতে ও তাঁদের আর্থিক উন্নয়নের কথা ভেবে তাঁতিদের কাছ থেকে সরাসরি শাড়ি কেনা শুরু করে তন্তুজ।

Advertisement

[আরও পড়ুন: ভগৎ সিংয়ের ফাঁসি আটকানোর চেষ্টা করেননি গান্ধীজি! ইতিহাসের এই অধ্যায় নিয়ে আজও বিতর্ক]

শনিবার পূর্বস্থলী ১ নং ব্লকের শ্রীরামপুরের তাঁত কাপড়ের হাটের পর রবিবার কালনার ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাটে সরাসরি তাঁতিদের কাছ থেকে শাড়ি কেনে। ওই এলাকার ৯১ জন তাঁতি এদিন তাঁদের শাড়ি নিয়ে উপস্থিত হন। শাড়ির গুণগত মান-সহ বিভিন্ন দিক খতিয়ে দেখে ৫১ জন তাঁতির কাছ থেকে ১৯৫২ টি শাড়ি কেনে তন্তুজ। যার অর্থমূল্য ১৮ লক্ষ ১২ হাজারের কিছু বেশি। অন্যদিকে, শনিবার শ্রীরামপুর তাঁত কাপড় হাট থেকেও তন্তুজ তসর, বালুচরি, টাঙ্গাইল-সহ ১৪৩৭ টি শাড়ি কেনে ৬২ জন তাঁতির কাছ থেকে। যার অর্থমূল্য ১৩ লক্ষ ৪৩ হাজার টাকা। পরপর ২ দিন ধরে তাঁতিদের কাছ থেকে ক্যাম্প করে এই শাড়ি কেনায় খুশি তাঁতিরাও।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূলের টিকিটে জিতে বিজেপিতে, প্রধান হয়েই ‘ঘর ওয়াপসি’ শাসকদলের নেতার]

মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,“প্রকৃত তাঁতির আর্থিক উন্নয়নে এলাকায় গিয়ে সরাসরি ক্যাম্প করে তন্তুজ শাড়ি কিনছে।শাড়ির গুণগত মান দেখেই তা নেওয়া হচ্ছে।এই শাড়িই পুজোর আগে তন্তুজের বিভিন্ন বিপণন কেন্দ্র থেকে পাওয়া যাবে।ক্রেতাদের সুবিধার্থে অনলাইনের মাধ্যমে শাড়ি পাওয়া যাবে তন্তুজ থেকে।” তিনি আরও জানান, প্রান্তিক এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষজনের কথা ভেবে পুজোর আগে ‘দুয়ারে সরকারে’র মত ‘দুয়ারে শাড়ি’ প্রকল্প আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এই শাড়ি মিলবে মাত্র ৭০ টাকা থেকে ২২০ টাকায়। যদিও তা তন্তুজ নয়,নিজেদের উদ্যোগেই এই কর্মসূচি তিনি নিতে চলেছেন বলে জানান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ