Advertisement
Advertisement

Breaking News

ICC Ranking

টেস্ট র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল ভারত, এক নম্বরে উঠে এল কোন দল?

ওয়ানডে ও টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান বজায় রেখেছেন রোহিত শর্মারা।

Indian Cricket Team dropped to second position in the ICC test rankings annual update

রোহিত শর্মা। ফাইল চিত্র

Published by: Arpan Das
  • Posted:May 3, 2024 4:18 pm
  • Updated:May 3, 2024 5:36 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হয়েছে আইসিসির (ICC) বার্ষিক র‍্যাঙ্কিং তালিকা (ICC Ranking)। টেস্ট র‍্যাঙ্কিংয়ে দীর্ঘদিন প্রথম স্থান দখল করে রাখার পর অবশেষে সিংহাসন হারাল ভারত (India)। নতুন বার্ষিক আপডেটে দলগত র‍্যাঙ্কিংয়ে দুনম্বরে নেমে গিয়েছে রোহিত শর্মার দল। এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। যদিও ওয়ানডে ও টি-টোয়েন্টির দলগত র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া।

শুক্রবার প্রকাশিত হয়েছে আইসিসির দলগত র‍্যাঙ্কিং তালিকার বার্ষিক আপডেট। সেখানে ৩০ ম্যাচে ৩৭১৫ পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠে এসেছে অস্ট্রেলিয়া। তাদের রেটিং ১২৪। দ্বিতীয় স্থানে থাকা ভারতের রেটিং ১২০। ২৬টি টেস্ট ম্যাচে রোহিত শর্মাদের সংগ্রহ ৩১০৮ পয়েন্ট। প্রথম পাঁচে ঠাঁই হয়নি পাকিস্তানের। তৃতীয় থেকে পঞ্চম স্থানে রয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।

Advertisement

[আরও পড়ুন: শেষ ওভারে দরকার ১৩ রান, কোন মন্ত্রে হায়দরাবাদকে জেতালেন ভুবি?]

গত বছরের জুন মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ২০৯ রানে হারেন রোহিত শর্মারা। বার্ষিক র‍্যাঙ্কিংয়ে তারই ছাপ দেখা গেল। যার ফলে এগিয়ে গেলেন প্যাট ক্যামিন্সরা। যদিও টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচে শীর্ষস্থানেই রইল ভারত। একদিনের ক্রিকেটে তাদের রেটিং ১২২। টি-টোয়েন্টিতে রেটিং ২৬৪। কিন্তু টেস্ট র‍্যাঙ্কিংয়ে পতনের ফলে তিন ফরম্যাটের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রাখা হল না।

Advertisement

[আরও পড়ুন: প্রকাশিত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং, কারা গাইলেন?]

ভারতীয়দের মধ্যে টেস্টে অলরাউন্ডারের তালিকায় এক নম্বরে রয়েছেন রবীন্দ্র জাদেজা। বোলার হিসেবে প্রথম স্থানে আছেন রবিচন্দ্রন অশ্বিন। টি-টোয়েন্টি ব্যাটিংয়ে শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ