রাজা দাস, বালুরঘাট: ব্যাংক জালিয়াতি রুখতে ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে ব্যবস্থা নিতে ব্যাংক আধিকারিক ও কর্মীদের নিয়ে বৈঠক করলেন বালুরঘাট থানার পুলিশ কর্তারা৷ ডাকাতি, ছিনতাই, প্রতারণার দিকে নজর রেখেই জরুরি এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ নিরপত্তার জনিত এই বৈঠকে হাজির ছিলেন বালুরঘাটের বিভিন্ন ব্যাংকের আধিকারিক ও কর্মীরা। এছাড়াও ছিলেন বালুরঘাট থানার আইসি সঞ্জয় ঘোষ সহ অন্যান্য পুলিশ কর্মীরা।
[বজবজে ফাঁড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে চলল গুলি, গুরুতর জখম ১]
জানা গিয়েছে, মাঝে মধ্যেই ব্যাংকে টাকা ছিনতাই বা চুরি ডাকাতি বা নানা ধরনের প্রতারণার ঘটনা সামনে আসছে। বারবারই ব্যাংকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। ব্যাংকের নিরাপত্তা কতটা রয়েছে সেই সব বিষয়ে পুলিশের তরফে একটি বৈঠক ডাকা হয়৷ বালুরঘাটের বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষকে বৈঠকে উপস্থিত থাকার জন্য আবেদন জানানো হয়েছিল। সেই মতো বৈঠকটি অনুষ্ঠিত হয় বালুরঘাট থানার নতুন ভবনে। বৈঠকে আলোচনা হয় ব্যাংকে সিসিটিভি লাগানো ও নিজস্ব নিরাপত্তার বিষয়ে। এছাড়াও ব্যাংক কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়, নির্দিষ্ট সময়ের পর পুলিশের পক্ষ থেকে ব্যাংকগুলিতে নিরাপত্তার ব্যবস্থার।
[কোচবিহারে ছাত্র খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত]
এবিষয়ে অসিত শিখদার নামে এক ব্যাংক আধিকারিক জানান, ব্যাংকের নিরাপত্তা নিয়েই মূলত এই দিনের বৈঠক। নিরাপত্তার জন্য ব্যাংকে কী কী প্রয়োজন তা পুলিশের পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে। সেখানেই তাদের পক্ষ থেকে আবেদন রাখা হয়েছে ব্যাংক বন্ধ থাকাকালীন পুলিশি নিরাপত্তার৷
এমনিতেই ব্যাংক জালিয়াতির ঘটনায় আতঙ্কে রয়েছে রাজ্যের কয়েক কোটি গ্রাহক৷ অ্যাকাউন্ট থেকে টাকা উধাও হওয়ার ঘটনায় গ্রাহকদের মধ্যেও চাঞ্চল্য ছড়িয়েছে৷ একদিকে ব্যাংক জালিয়াতি অন্যদিকে, টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় বেশ চাপের মুখে জেলা প্রশাসন৷ ফলে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের বৈঠকের পর নিরাপত্তা আরও জোরদার হওয়ায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন বালুরঘাটের সাধারণ মানুষ৷