Advertisement
Advertisement

Breaking News

জলঙ্গি

জলঙ্গি গুলি কাণ্ডে গ্রেপ্তার তৃণমূল নেতার ভাই-সহ ৩, এখনও থমথমে এলাকা

বাকি অভিযুক্তদের খোঁজে শুরু তল্লাশি।

Three accused arrested in Jalangi clash, investigation underway
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 30, 2020 9:34 am
  • Updated:January 30, 2020 1:05 pm

অতুলচন্দ্র নাগ, ডোমকল: জলঙ্গির গুলি চালানোর ঘটনায় জড়িত সন্দেহে ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। মূল অভিযুক্ত তহিরুদ্দিনের খোঁজে চলছে তদন্ত। ঘটনার পর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও এখনও থমথমে এলাকা। রীতিমতো আতঙ্কে কাঁটা স্থানীয়রা।

সংশোধিত নাগরিকত্ব বিলে রাষ্ট্রপতি সিলমোহর দেওয়ার পর থেকেই বিক্ষোভের আগুনে ফুঁসতে শুরু করে মুর্শিদাবাদ। রেল অবরোধ, ট্রেনে আগুন লাগিয়ে বিক্ষোভ লেগেই ছিল। এখনও ক্ষোভের আগুনে ফুঁসছে মুর্শিদাবাদ। বুধবার সকালে জলঙ্গির সাহেবনগরে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান CAA বিরোধীরা। অভিযোগ, সেই সময় অবরোধে বাধা দেয় আরেকপক্ষ। তাতেই দু’পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। কিছু বুঝে ওঠার আগেই অবরোধকারীদের কানে পৌঁছয় গুলির শব্দ। গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বৃদ্ধ আনারুল শেখ। স্থানীয়দের নজরে আসার পর তাঁকে উদ্ধার করা হয়। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় ওই বৃদ্ধের। গুলিবিদ্ধ হয়ে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সালাউদ্দিন শেখ নামে আরও একজনকে। কিছুক্ষণ চিকিৎসা চলার পরই মৃত্যু হয় তাঁর। এখনও তিনজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভরতি। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এরপরই জলঙ্গির সাহেবনগর এলাকায় আচমকা গুলি চালানোর ঘটনায় নাম জড়ায় তৃণমূলের ব্লক সভাপতি তহিরুদ্দিন শেখের। পালটা কংগ্রেসকে কাঠগড়ায় তোলে তৃণমূল। ঘটনার সরব হন বিরোধীরাও।

Advertisement

Jalangi-2

Advertisement

[আরও পড়ুন: ফের প্রথা ভেঙে সরস্বতী পুজো, শিলিগুড়ির স্কুলে পুরোহিতের আসনে একাদশ শ্রেণির ছাত্রী]

রাজনৈতিক চাপানউতোর শুরুর পরই ব্লক সভাপতি তহিরুদ্দিন শেখ-সহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আনারুলের পরিবারের সদস্যা। সেই অভিযোগের ভিত্তিতেই তহিরুদ্দিনের ভাই-সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে চলছে তল্লাশি। সকাল থেকেই এলাকায় টহল দিচ্ছে পুলিশ। নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই কারণে চারিদিকে নজর রাখছে পুলিশ। 

[আরও পড়ুন: সম্প্রীতির নজির, সরস্বতী পুজোর মণ্ডপে-মণ্ডপে কবিতা পাঠ মুসলিম প্রৌঢ়ের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ