BREAKING NEWS

২০ জ্যৈষ্ঠ  ১৪৩০  রবিবার ৪ জুন ২০২৩ 

READ IN APP

Advertisement

ফৌজদারি মামলায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি প্রার্থী, মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের

Published by: Tanumoy Ghosal |    Posted: March 26, 2019 7:14 pm|    Updated: March 26, 2019 8:29 pm

TMC demands cancellation Of BJP candidate's nomination

বিক্রম রায় ও শান্তনু কর:  লোকসভা ভোটে দলের প্রার্থী নিয়ে টানাপোড়েন কম হয়নি। এখনও পর্যন্ত এ রাজ্যের ৩৯ টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। কিন্তু, তাতেও সমস্যা মিটছে কই! কোচবিহারে গেরুয়া শিবিরের প্রার্থী নিশীথ প্রামানিকের মনোনয়ন বাতিলের দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়িতে আবার মনোনয়নপত্র জমা দিতে গিয়ে নথিপত্র নিয়ে সমস্যায় পড়েছেন বিজেপি প্রার্থী জয়ন্ত রায়। পরিস্থিতি সামাল দিতে বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন আরও তিনজন!

[ আরও পড়ুন: লড়াই কঠিন বুঝেই অচেনা কেন্দ্রে জনসংযোগে জোর বিজেপি প্রার্থী অনুপমের]

তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হয়ে যোগ দিয়েছেন বিজেপিতে। গত বৃহস্পতিবার কোচবিহারে প্রার্থী হিসেবে নিশীথ প্রামানিকের নাম ঘোষণা হতেই দফায় দফায় বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল বিজেপির জেলা কার্যালয়। জেলা সভানেত্রীকে দীর্ঘক্ষণ কার্যালয়ে আটকে রেখে বিক্ষোভ দেখান পদ্মশিবিরের সাধারণ কর্মীরা। এমনকী, বিজেপির জেলা কার্যালয়ে ভাঙচুর চলে বলেও অভিযোগ। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, দলের সিদ্ধান্ত না মেনে কোচবিহারে নতুন প্রার্থীকে মনোনয়ন পেশ করানোর সিদ্ধান্ত নিয়েছিল বিজেপি জেলা নেতৃত্ব। রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে শেষপর্যন্ত সমস্যা মিটেছে। কোচবিহারে বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নও পেশ করেছেন নিশীথ প্রামাণিক। প্রার্থীর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠক করে প্রচারের রূপরেখাও চুড়ান্ত করে ফেলেছেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়।

এই যখন পরিস্থিতি, তখন কোচবিহারের বিজেপি প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি তুলল তৃণমূল কংগ্রেস। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানিয়েছে তারা। তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি ও মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য, ১১টি ফৌজদারি মামলায় অভিযুক্ত কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামানিক। কোচবিহারেই শুধু নয়, আলিপুরদুয়ারেও তাঁর বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, ডাকাতি-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তাই নিশীথ প্রামানিক যদি প্রার্থী হন, তাহলে ভোটে অশান্তি হতে পারে। বস্তুত, বিজেপি প্রার্থীকে গ্রেপ্তারেরও দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। এদিকে কোচবিহারের বিজেপি প্রার্থীর পালটা দাবি, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তাই তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

 

এদিকে জলপাইগুড়িতে বিজেপি প্রার্থী জয়ন্ত রায়ের মনোনয়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে। শোনা যাচ্ছে, প্রয়োজনীয় কাগজপত্র জমা না পড়ার তাঁর মনোনয়নপত্র বাতিলও হয়ে যেতে পারে। পরিবর্তিত পরিস্থিতিতে বিকল্প প্রার্থী হিসেবে দীপেন প্রামানিকের নামও চূড়ান্ত করেছে ফেলেছে বিজেপির রাজ্য নেতৃত্ব। মনোনয়নপত্র জমা দিয়েছেন জলপাইগুড়ির প্রাক্তন জেলা সভাপতি। জলপাইগুড়ি কেন্দ্রে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিজেপিরই দুই পরিচিত নেতা প্রকাশ রায় এবং রবীন্দ্রনাথ রায়ও। ঘোষিত প্রার্থী জয়ন্ত রায়ের অবশ্য দাবি, চাকরির ইস্তফাপত্র নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে গিয়েছেন। আর কোনও সমস্যা নেই।   

Jayanta Roy BJP Jalpaiguri

[ আরও পড়ুন: মহানায়িকার জন্মদিন নিয়ে ‘রাজনীতি’, মুনমুনকে কটাক্ষ বাবুলের]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে