Advertisement
Advertisement
Lovely Moitra

শুধু গ্রুপবাজি চলছে! লোকসভা ভোটে হারলে ইস্তফা, বুথ সভাপতিদের হুঁশিয়ারি লাভলির

রবিবার প্রতাপনগরের বুথ সম্মেলনে দলীয় কর্মীদের এত কম উপস্থিতি দেখেই খেপে যান সোনারপুর দক্ষিণের বিধায়ক।

TMC MLA Lovely Maitra warns TMC booth secretaries on internal conflict | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 4, 2024 4:16 pm
  • Updated:February 4, 2024 8:36 pm

দেবব্রত মণ্ডল, বারুইপুর: লোকসভা ভোটে ভালো ফলাফল না হলে সেই বুথের সভাপতি ও প্রধানকে পদ থেকে সরানোর হুঁশিয়ারি দিলেন সোনারপুর দক্ষিণ (Sonarpur Dakshin) কেন্দ্রের বিধায়ক লাভলি মৈত্র। রবিবার দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণ বিধানসভার প্রতাপনগরে একটি বুথ সম্মেলন ডাকেন বিধায়ক। সেখানে উপস্থিতির হার ছিল কম। তা দেখেই লাভলি মৈত্র (Lovely Moitra) রীতিমতো রেগে যান। বলেন, ”শুধু গ্রুপবাজি চলছে। গ্রুপবাজি বন্ধ করতে হবে। লোকসভা ভোটের আগে শেষবারের মতো বলে যাচ্ছি, যদি এখানকার কোনও বুথে হেরে যাই, তাহলে সেই বুথ থেকে সভাপতি, অঞ্চলের প্রধান এবং সমস্ত অঞ্চল সভাপতিকে পদত্যাগ করতে হবে।”

রবিবার সোনারপুর প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের বুথ সম্মেলন ছিল। দলীয় কর্মীদের উপস্থিতি ছিল নেহাতই হাতে গোনা। তা দেখেই ক্ষুব্ধ হন সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র। বক্তব্য রাখতে উঠে দলীয় কর্মীদের হুঁশিয়ারি দেন। এও জানান, পরবর্তীতে নতুন করে আবার একটি বুথ সম্মেলন করা হবে এই এলাকায়। সেই সম্মেলনে যাতে সকলে উপস্থিত থাকেন, তার কড়া নির্দেশ দিয়েছেন বিধায়ক।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভায় বিজেপির প্রার্থী কারা? দিল্লিতে চারজনের নাম পাঠাল বঙ্গের গেরুয়া ব্রিগেড]

বুথ সম্মেলনে দলীয় কর্মীদের উপস্থিতির এমন হাল দেখে লাভলি তাঁদের উদ্দেশে সাফ বলেন, ”কোনও রকম অজুহাত শোনা হবে না। দলের কাজ করবেন না, শুধু আসন অলংকার করে বসে থাকবেন, তা চলতে দেওয়া যাবে না। মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলা হবে। বাড়িতে বসে রাজনীতি করা যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সর্বত্র পৌঁছে দিতে হবে। দল থাকলে তবেই আপনার রোজগার থাকবে। দল না থাকলে কিছুই থাকবে না। মানুষ ভোট দিচ্ছেন আপনাদের। কিন্তু আপনার মানুষের কাছে যাচ্ছেন না। যে সমস্ত সদস্যরা মানুষের সঙ্গে মিশতে পারেন না, তাঁদের দলে থাকার নেই। বাইরে থেকে লোক নিয়ে এসে কাজ হবে।”

Advertisement

[আরও পড়ুন: প্রথম বাঙালি হিসেবে বুর্জ খালিফায় যিশু সেনগুপ্ত, সাক্ষী গোটা বিশ্ব! গর্বিত বাংলা]

একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দ অনুযায়ী, সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে ভোটে লড়ে জিতেছেন। তাঁর উপর অগাধ ভরসা মুখ্যমন্ত্রীর। আর লাভলিও সেই ভরসা রেখেছেন। নিজের এলাকার জনসংযোগ থেকে শুরু করে উন্নয়নের কাজ, সবই করেন নিজে। পাশাপাশি দলের কর্মসূচিতেও নিয়মিত তাঁকে দেখা যায়। কিন্তু তাঁর মতোই সংগঠনের অন্যান্য সদস্যরা সক্রিয় নেই বলেই এদিন অভিযোগ করলেন লাভলি। আর তাতেই ক্ষুব্ধ বিধায়ক বুথ কর্মী, সদস্যদের দিলেন চরম হুঁশিয়ারি।

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ