Advertisement
Advertisement
রবীন্দ্রনাথ ঘোষ

দলীয় কার্যালয় পুনরুদ্ধারে গিয়ে বিরোধীদের বিক্ষোভের মুখে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

৩১ নম্বর জাতীয় সড়কে অবরোধ তুলতে গিয়ে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷

Trinamool minister Rabindranath Ghosh faces protest
Published by: Sayani Sen
  • Posted:May 28, 2019 1:57 pm
  • Updated:May 28, 2019 1:57 pm

বিক্রম রায়, কোচবিহার: ফের বিক্ষোভের মুখে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ অভিযোগ, দলীয় কার্যালয় পুনরুদ্ধার করতে গেলে কোচবিহারের ডাউয়াগুড়ি এবং মারুগঞ্জে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী,সমর্থকরা৷ মন্ত্রীর কনভয়ের একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ৷ যদিও বিক্ষোভ দেখানো এবং দলীয় কার্যালয় দখলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷

[ আরও পড়ুন: ‘মমতার পাশে আছি’, দলবদলের জল্পনায় জল ঢেলে ফেসবুকে পোস্ট শীলভদ্রর]

লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূলের ফলাফল খুবই খারাপ৷ তারপর থেকে তৃণমূলের দলীয় কার্যালয়গুলি বিজেপি দখল করে নিচ্ছে বলেই অভিযোগ উঠছে৷ মঙ্গলবার ওই দলীয় কার্যালয়গুলি পুনরুদ্ধারে বেরিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ৷ এদিন প্রথমে ডাউয়াগুড়ি এলাকায় যান তিনি৷ মন্ত্রী দেখেন বেশ কয়েকটি দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে৷ তাতেই উত্তেজিত হয়ে পড়েন রবীন্দ্রনাথ ঘোষ৷ পতাকা খুলতে গেলে বিজেপি কর্মীরা মন্ত্রীকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ কালো পতাকাও দেখানো হয় তাঁকে৷ পালটা মন্ত্রীও বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান৷ উত্তেজিত পরিস্থিতিতে মন্ত্রীকে রক্ষা করতে আসরে নামে তুফানগঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী৷ বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন পুলিশকর্মী জখম হন৷

Advertisement

[ আরও পড়ুন: ‘বিজেপি অশান্তি করলে তৃণমূল চুপ করে বসে থাকবে না’, হুমকি জিতেন্দ্র তিওয়ারির]

এরপর মারুগঞ্জ এলাকা দিয়ে মন্ত্রীর কনভয় বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়৷ ইতিমধ্যেই ডাউয়াগুড়ির উত্তেজনা আঁচ পৌঁছায় সেখানেও৷ ৩১ নম্বর জাতীয় সড়কের মাঝে বসে পড়েন বিজেপি কর্মী,সমর্থকরা৷ কনভয় দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ অবরোধ তুলতে রাজি না হলে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ৷ কোনওক্রমে মন্ত্রীর গাড়ি বেরিয়ে যায়৷ তবে কনভয়ে থাকা একটি গাড়িকে আটকে দেয় বিক্ষোভকারীরা৷ গাড়িটি ভাঙচুর করতে শুরু করেন তাঁরা৷ এই ঘটনাকে কেন্দ্র করে আপাতত থমথমে তুফানগঞ্জ৷ মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অভিযোগ, বিজেপি চক্রান্ত করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছে৷ যদিও বিজেপি নেতৃত্ব মন্ত্রীর দাবি খারিজ করে দিয়েছে৷ অবরোধ হঠাতে লাঠিচার্জের ঘটনার তীব্র নিন্দা করেছে তারা৷ দলীয় নেতৃত্বের দাবি, মন্ত্রীর নির্দেশে লাঠিচার্জ করেছে পুলিশ৷ এই অভিযোগ পুরোপুরি খারিজ করেছেন মন্ত্রী৷ 

Advertisement

দেখুন ভিডিও:

ছবি: দেবাশিস বিশ্বাস৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ