Advertisement
Advertisement
দুর্ঘটনা

দুর্ঘটনায় পথচারীর মৃত্যু ঘিরে রণক্ষেত্র আমতা, ঘাতক লরিতে আগুন

পলাতক লরিচালকের খোঁজে গ্রামে ঢুকে নিরীহদের উপর অত্যাচারের অভিযোগ৷

Truck mows youth to death, furious locals torch vehicle
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2019 12:02 pm
  • Updated:July 16, 2019 12:04 pm

সন্দীপ মজুমদার, উলুবেড়িয়া: দিনের শুরুতেই পথ দুর্ঘটনা ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়ার উলুবেড়িয়া৷ লরি চাপা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় উত্তপ্ত আমতা থানার চন্দ্রপুর এলাকা৷ মঙ্গলবার একটি লরি আমতা থেকে উলুবেড়িয়ার দিকে যাচ্ছিল৷ ঠিকমতো গতি নিয়ন্ত্রণ করতে না পেরে চন্দ্রপুর এলাকায় এক যুবককে পিষে দিয়ে চলে যায় লরিটি৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিরুল হক নামে বছর ১৮র এক যুবকের৷ এরপরই বিক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা৷ 

[আরও পড়ুন: প্রেমিকার পরিবারের হুমকিতে আত্মঘাতী যুবক, তরুণীর বাড়ি ঘিরে বিক্ষোভ স্থানীয়দের]

স্থানীয় সূত্রে খবর, বছর আঠেরোর যুবককে ধাক্কা দিয়ে ওই লরিটি পালিয়ে যাওয়ার জন্য গতি বাড়াতে থাকলে, আশেপাশের বাসিন্দারা লরিটিকে ধাওয়া করে৷ দু কিলোমিটার দূরে ১০ নং পোলের কাছাকাছি গিয়ে লরিটিকে ধরে ফেলেন তাঁরা৷ চালক যদিও লরি থেকে পালিয়ে যান৷ তাঁকে নাগালে না পেয়ে ওই গাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়৷ অভিযোগ, এরপর চন্দ্রপুর এলাকার বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি ওই এলাকার গ্রামগুলিতে ঢুকে পড়েন৷ এবং ঘাতক লরির চালকের খোঁজে ঘরে ঘরে হানা দিয়ে নিরীহ মানুষজনের উপর অত্যাচার চালায়৷ এই পরিস্থিতিতে একটি দুর্ঘটনা ঘিরে কার্যত দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিবাদ লেগে যায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় আমতা থানার বিশাল পুলিশ বাহিনী৷ পরিস্থিতি শান্ত করতে ব়্যাফ নামানো হয়৷

Advertisement

দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, চন্দ্রপুর এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় আতঙ্কের রেশ৷ পলাতক লরিচালকের খোঁজ এখনও মেলেনি৷ এই পরিস্থিতিতে চন্দ্রপুর এলাকার বাসিন্দাদের দাবি, এখন ওই চালককে অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তি দিতে হবে৷ মৃত যুবকের পরিবারে শোকের পাশাপাশি ক্ষোভও দেখা দিয়েছে৷ ঘাতক লরিচালকের গ্রেপ্তারির দাবিতে সরব তাঁরা৷

Advertisement

[আরও পড়ুন: বিশ্বের দরবারে ফের সেরা বাঙালি, ক্যানসারকে হারিয়ে সোনা জয় শ্রীরামপুরের খুদের]

আগেও বেশ কয়েকবার পথ দুর্ঘটনা নিয়ে এমন ক্ষোভের ঘটনার সাক্ষী থেকেছেন রাজ্যবাসী৷ বিভিন্ন জায়গায় দুর্ঘটনায় মৃত্যু ঘটলে, ঘাতক গাড়ি আটকে ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে৷ এমনকী অনেক সময় পুলিশও এই পরিস্থিতি আয়ত্তে আনতে বেশ হিমশিম খায়৷ আমতার ঘটনাও এরকমই৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ