Advertisement
Advertisement

Breaking News

Death

কাজ করতে সেপটিক ট্যাঙ্কে নেমে মৃত ২ শ্রমিক, চাঞ্চল্য জলপাইগুড়িতে

কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবার।

Two labour of Jalpaiguri died after falling into a septic tank | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 6, 2021 2:55 pm
  • Updated:July 6, 2021 4:26 pm

শান্তনু কর, জলপাইগুড়ি: সেপটিক ট্যাঙ্কে পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) কালিয়াগঞ্জের জোড়কদম এলাকায়। এই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন। বর্তমানে তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, কালিয়াগঞ্জের জোরকদমের বাসিন্দা লক্ষ্মীনারায়ণ রায়ের বাড়িতে সেপটিক ট্যাঙ্কের সেন্টারিং খোলার কাজে গিয়েছিলেন চার শ্রমিক। নাথুয়া পাড়ার বাসিন্দা অনন্ত রায়, কালিয়াগঞ্জের আলিম মহম্মদ, রহিম মহম্মদ ও বিপুল রায়। সাটারিং খুলতে প্রথমে এক শ্রমিক ট্যাঙ্কে নামেন। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও তিনি উঠতে পারেননি। এরপর তাঁকে উদ্ধার করতে একে একে বাকি তিন শ্রমিকই ট্যাঙ্কে নামেন। কিন্তু কেউই উঠতে পারছিলেন না। ভিতরের গ্যাসে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যপালের শংসাপত্র দেখিয়ে চাকরির নামে আর্থিক প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার চক্রের ৮ জন]

বিষয়টি বুঝতে পেরে ওই চার শ্রমিককে উদ্ধারের ব্যবস্থা করা হয়। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই অনন্ত ও আলিমকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ইতিমধ্যেই তাঁদের দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। কাজ করতে এসে তরজাতা দুই যুবক এভাবে প্রাণ হারানোয় কান্নায় ভেঙে পড়েছে মৃতদের পরিবার।

Advertisement

[আরও পড়ুন: পুলিশি হেফাজতে থাকাকালীন যুবকের মৃত্যুর অভিযোগ, বিক্ষোভে রণক্ষেত্র কুলটির বরাকর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ