Advertisement
Advertisement

Breaking News

হাতির তাণ্ডবে তটস্থ দুর্গাপুর, তিন দিনে মৃত ২

বুনো হাতির দলটি তিন ভাগে বিভক্ত হয়ে উপদ্রব চালাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়।

Two people died in three days by wild elephants in Durgapur
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 4, 2017 8:46 am
  • Updated:February 4, 2017 8:46 am

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বুনো হাতির তাণ্ডবে তটস্থ দুর্গাপুর। গত তিন দিনে হাতিদের হামলায় প্রাণ হারিয়েছেন ২ জন স্থানীয় বাসিন্দা। আহত হয়েছেন কমপক্ষে ৭ জন।  ঘটনার জেরে আতঙ্কিত দু্র্গাপুরবাসী।

(নাচতে নাচতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিল্পী)

Advertisement

জানা গিয়েছে, বুনো হাতির একটি দল তিন ভাগে বিভক্ত হয়ে উপদ্রব চালাচ্ছে দুর্গাপুরের বিভিন্ন এলাকায়। বৃহস্পতিবার ছোটন পাসওয়ান (৪১) নামে পাণ্ডবেশ্বরের এক বাসিন্দার মৃত্যু হয়েছে হাতির হামলায়। গতকাল রাতে প্রাণ হারান দুর্গাপুরের কোক ওভেন থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা দুর্গা বিশ্বাস (৫৪)। আহত সাত জনের মধ্যে পাঁচ জন পাণ্ডবেশ্বরের বাসিন্দা। দুর্গাপুর থানার গোপালমাঠের এক জন ও দুর্গাপুর ইস্পাত কারখানার এক বাসিন্দা রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

Advertisement

(৫৮ বছর বাদে পেনশন পেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকের স্ত্রী)

দুর্গাপুরের ডিভিশনাল ফরেস্ট অফিসার মিলনকান্তি মণ্ডল জানান, বাঁকুড়া থেকে এই হাতির দল এসেছে দুর্গাপুরে। এর মধ্যে দুর্গাপুর ইস্পাত কারখানার ভিতরে ঢুকে যাওয়া হাতিটিকে দামোদর পার করিয়ে ফেরত পাঠানো সম্ভব হয়েছে। বাকি হাতিদেরও ফেরত পাঠানোর চেষ্টা চলছে। সতর্ক থাকতে বলা হয়েছে স্থানীয় বাসিন্দাদেরও।

(রেল বাজেটে বাংলার জন্য বরাদ্দ বাড়ল দ্বিগুণ)

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ