Advertisement
Advertisement
Uttarkashi tunnel collapse

সুড়ঙ্গে আটকে হুগলির ২, পরিবারের জন্য সাহায্য চেয়ে মোদিকে চিঠি BJP বিধায়কের

বিজেপি বিধায়কের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

Uttarkashi tunnel collapse: Biman Ghose writes to PM Modi | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 27, 2023 9:33 pm
  • Updated:November 28, 2023 11:48 am

সুব্রত যশ, আরামবাগ: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে হুগলির পুরশুড়ার দুই শ্রমিক। তাঁদের পরিবারের দুর্দশার কথা জানিয়ে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন বিজেপি বিধায়ক বিমান ঘোষ। তাঁর আর্জি, আটকে পড়া দুই শ্রমিকের পরিবারকে আর্থিক সাহায্য করুন প্রধানমন্ত্রী। সরাসরি কিংবা প্রশাসনের মাধ্যমে অর্থ পাঠান তিনি। স্বাভাবিকভাবেই বিজেপি বিধায়কের এই ভূমিকা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।

দুসপ্তাহেরও বেশি সময় ধরে উত্তরাখণ্ডের উত্তরকাশীর সুড়ঙ্গে ((Uttarkashi Tunnel Collapse) আটকে ৪১ নির্মাণ শ্রমিক। তাঁদের মধ্যে তিনজন বাংলার বাসিন্দা। দুজন-শৌভিক পাখিরা ও জয়দেব প্রামাণিক হুগলির বাসিন্দা। তাঁদের এলাকার বিধায়ক বিমান ঘোষ। তিনি প্রধানমন্ত্রীর বাসভবন ৭ রেসকোর্সের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন। মোদিকে তিনি জানিয়েছেন, শৌভিক ও জয়দেব পরিবারের একমাত্র উপার্জনকারী। তাঁরা সুড়ঙ্গে আটকে পড়ায় পরিবারের অবস্থা শোচনীয়। অসুস্থদের ওষুধপত্র কিংবা ছেলেমেয়েদের পড়াশোনার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। তাই তাঁদের পাশে দাঁড়াক প্রধানমন্ত্রী। প্রশাসনের মাধ্যমে বা সরাসরি আর্থিক সাহায্য করুন তিনি। পাশাপাশি আটকে পড়া শ্রমিকদের দ্রুত উদ্ধারের আবেদনও করেছেন। বিধায়কের আর্জি, এই পরিস্থিতিতে দুই পরিবারই আপনার কাছে আর্থিক সাহায্য চাইছে। যাতে খেয়ে-পড়ে তাঁরা চলতে পারেন।”

Advertisement

[আরও পড়ুন: খাস কলকাতায় ঘর থেকে উদ্ধার মা ও ছেলের ঝুলন্ত দেহ, নেপথ্যে ১৭ লক্ষ দেনা? ঘনাচ্ছে রহস্য]

Advertisement

বিমান ঘোষের এই ভূমিকা নিয়ে জলঘোলা শুরু হয়েছে। তিনি দলকে না জানিয়ে কেন সরাসরি প্রধানমন্ত্রীকে চিঠি লিখলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা। যদিও বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য জানিয়েছেন, “এটা জাতীয়স্তরের সংকট। এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে ঠিকই করেছেন বিধায়ক।”

[আরও পড়ুন: ফের দুর্যোগের আশঙ্কা বঙ্গে! সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ