Advertisement
Advertisement

লাভ জেহাদ রুখতে কড়া দাওয়াই, মেয়েদের জন্য একগুচ্ছ নির্দেশিকা ভিএইচপির

রাজ্যের স্কুল কলেজগুলিতে জোর প্রচার চালাচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ।

VHP intensifies campaign against Love Jihad in West Bengal
Published by: Subhajit Mandal
  • Posted:September 13, 2018 6:11 pm
  • Updated:September 13, 2018 6:37 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্যালয়-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে লাভ জেহাদের প্রবণতা রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করল বিশ্ব হিন্দু পরিষদ। সামনেই ২০১৯ এর লোকসভা ভোট । আর সেই ভোটকে পাখির চোখ করে বিজেপি ইতিমধ্যেই দেশজুড়ে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। বিজেপিকে দেখাদেখি অন্য ছোট-বড় বিরোধী রাজনৈতিক দলগুলিও পাল্লা দিয়ে নেমেছে ভোট প্রস্তুতিতে । ভোট বৈতরণী পার হতে বিজেপি হাতের তাস হিসেবে বিশ্ব হিন্দু পরিষদকে ব্যবহার করতে চাইছে। বছর তিনেক আগেও বাংলার মানচিত্রে বিশ্ব হিন্দু পরিষদের প্রভাব সেভাবে দেখা যায়নি। কিন্তু এখন দিন দিন বাংলার বুকে এই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটির প্রভাব বাড়ছে।

[প্রধানমন্ত্রী ‘অশিক্ষিত গেঁয়ো’, বিতর্কিত মন্তব্য কংগ্রেস নেতার]

রাজ্যে বিজেপির মতো সম-মনোভাবাপন্ন দলগুলিও সাংগঠনিক ক্ষমতা বাড়াতে মরিয়া। আর সংগঠন মজবুত করতে ভিএইচপির অস্ত্র ধর্ম, অভিযোগ তুলছে বিরোধীরা। তারই ফলস্বরূপ এই হিন্দুত্ববাদী সংগঠনটি পুজোর আগেই রাজ্যের স্কুল-কলেজে বিশেষ অভিযান শুরু করেছে। রাজ্যের প্রতিটি স্কুল কলেজে গিয়ে ধর্মীয় রীতিনীতির প্রচার চালানোর চেষ্টা করছে বিশ্ব হিন্দু পরিষদ। অভিযানটিতে মোট ৭৫,০০০ স্বেচ্ছাসেবক নামানো হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদের আহ্বায়ক সৌরিশ মুখোপাধ্যায় বলেন, এই অভিযানকে সফল করতে বজরং দলের ৪০,০০০ এবং দুর্গা বাহিনীর ৩৫,০০০ স্বেচ্ছাসেবক এই কাজ শুরু করে দিয়েছেন। রাজ্যের বিভিন্ন প্রান্তের স্কুল- কলেজে গিয়ে এই স্বেচ্ছাসেবকেরা লাভ জেহাদের বিরুদ্ধে প্রচার চালাচ্ছে। পড়ুয়াদের বোঝানো হচ্ছে ‘লাভ জেহাদ’ কী এবং এটা হিন্দুদের জন্য কতটা ক্ষতিকারক।

Advertisement

[‘জেটলি-মালিয়া বৈঠক হয়েছিল সংসদে, সিসিটিভি ফুটেজেই মিলবে প্রমাণ’]

বিশ্ব হিন্দু পরিষদের তরফে বারবার দাবি করা হচ্ছে যে, তাঁরা কখনই ভালবাসার বিরোধী নয়। কিন্তু ভালবাসার নামে যেভাবে হিন্দু মেয়েদের ধর্মান্তরিত করা হচ্ছে তার বিরোধিতা করছেন তাঁরা। তাদের তরফে হিন্দু মেয়েদের বোঝানোর চেষ্টা চলছে, যাতে তারা নিজেদের রক্ষা করতে পারে লাভ জেহাদ থেকে। স্কুল কলেজে লিফলেট বিলি করে প্রচার চালানো হচ্ছে। প্রচারপত্রে লাভ জেহাদ থেকে কীভাবে মেয়েরা নিজেদের রক্ষা করবে তা উল্লেখ থাকছে। বিশ্ব হিন্দু পরিষদ চায় অন্য ধর্মের ছেলেরা হিন্দু মেয়েদের বিয়ে করলে তারাও ধর্ম পরিবর্তন করুক। প্রয়োজনে হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানো হবে। পড়ুয়াদের অভিভাবকদেরও এ বিষয়ে সচেতন করা হবে। যাতে লাভ জেহাদের মতো ঘটনা বন্ধ করা যায়। এভাবেই লাভ জেহাদ বন্ধ করা যাবে বলে বিশ্বাস কট্টরবাদী হিন্দু সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ