Advertisement
Advertisement
বনগাঁ পুরসভা

হাই কোর্টে পুরপ্রধানের আরজি খারিজ, মঙ্গলবার আস্থা ভোট বনগাঁ পুরসভায়

পুরসভার আশেপাশে চারশো মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহকুমা প্রশাসন।

Voting on no confidence motion to take place in Bangaon Municipalty
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 15, 2019 7:47 pm
  • Updated:July 15, 2019 7:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  পুরসভার অচলাবস্থা কাটাতে অনাস্থা প্রস্তাবে পক্ষে রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই রায় পুনর্বিবেচনার আরজি জানিয়ে ফের হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য। তাঁর আবেদন খারিজ করে দিল আদালত। এদিকে মঙ্গলবার আস্থা ভোটের কারণে সকাল সাতটা থেকে সন্ধে সাতটা পর্যন্ত বনগাঁ পুরসভার আশেপাশে চারশো মিটার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে মহকুমা প্রশাসন। শহর জুড়ে চলছে মাইকিং।

[আরও পড়ুন: ভাটপাড়া পুর হাসপাতালে দুষ্কৃতী হামলা, রক্ষা পেল না প্রসূতি বিভাগও]

বনগাঁ পুরসভার চেয়ারম্যান বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে প্রশাসনের বিরুদ্ধে টালবাহানার অভিযোগে হাই কোর্টে মামলা করেছিলেন তিনজন কাউন্সিলর। তাঁদের অভিযোগ ছিল, পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে প্রশাসনকে চিঠি দিয়েছেন। কিন্তু প্রশাসন অনাস্থা প্রক্রিয়া শুরু করতে আগ্রহ দেখাচ্ছে না। সেই মামলায় গত বৃহস্পতিবার বনগাঁ পুরসভায় ৭২ ঘণ্টার মধ্যে অনাস্থা প্রক্রিয়া শুরু নির্দেশ দেয় আদালত। বিচারপতি জানান, চারদিনের মধ্যে অনাস্থা প্রক্রিয়া শেষ করতে হবে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্যের বিরুদ্ধে অনাস্থা আনার জন্য বৈঠকও ডেকেছেন মামলাকারী তিন কাউন্সিলর। পুরসভার যখন তাঁর বিরুদ্ধে অনাস্থার তোড়জোড় চলছে, তখন রায় পুনর্বিবেচনার আরজি জানিয়েছে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য। সোমবার সেই আবেদন খারিজ করে দিল আদালত।

Advertisement

২২ ওয়ার্ড বিশিষ্ট বনগাঁ পুরসভায় ২১ জন কাউন্সিলরই তৃণমূলের। আর একটি ওয়ার্ড সিপিএম দখলে। কিন্তু, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই ডামাডোল চলছে পুরসভায়। কারণ বনগাঁ লোকসভা আসনটি তো হাতছাড়া তো হয়েইছে, পুর এলাকায়ও বিজেপির থেকে কুড়ি হাজার ভোটে পিছিয়ে পড়েছে তৃণমূল। দলের ভরাডুবির জন্য খোদ পুরপ্রধানের দিকেই আঙুল তুলেছেন শাসকদলের কাউন্সিলরদের একাংশ। ক্ষোভ এমন জায়গায় পৌঁছেছে যে, বনগাঁ পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে প্রথমে ১১ জন ও পরে ৩ জন তৃণমূল কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনেন। এমনকী, চেয়ারম্যান পদ থেকে শংকর আঢ্যকে সরিয়ে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের কাছে আবেদনও জানানো হয়। পরিস্থিতির চাপে  চেয়ারম্যানকে পদত্যাগের নির্দেশও দিয়েছে শাসকদলের জেলা নেতৃত্বও। যদিও এখনও পদত্যাগ করেননি বনগাঁ পুরসভার চেয়ারম্যান শংকর আঢ্য।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গল তৈরিতে অন্তহীন পরিশ্রম, উলুবেড়িয়ার কানু যেন ‘আরণ্যক’এর যুগলপ্রসাদ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ