Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

‘মতুয়ারা সকলেই নাগরিক’, বিধানসভা নির্বাচনের আগে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে বলে আগেই জানিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়।

WB CM Mamata Banerjee again slams BJP on CAA issue ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 9, 2020 1:47 pm
  • Updated:December 9, 2020 2:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী বছর বিধানসভা নির্বাচন। বাংলা দখলই লক্ষ্য বিজেপির। নাগরিকত্ব ইস্যুতে শান দিয়ে ভোটবাক্স শক্তিশালী করার চেষ্টা করছে গেরুয়া শিবির। ‘আর নয় অন্যায়’ কর্মসূচিতে ইতিমধ্যেই কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayavargiya) ঘোষণা করেছিলেন, জানুয়ারি থেকেই নাগরিকত্ব দেওয়ার কাজ শুরু হবে। বনগাঁর গোপালনগরের সভা থেকে তার পালটা জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়ারা সকলেই নাগরিক বলে ঘোষণা করলেন তিনি।

CAA ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ক্যা ক্যা বলে প্রতারণা করা হচ্ছে। এদের একবার সুযোগ দিলেই ঠাকুমার বাবা, ঠাকুরদাদার জন্ম তারিখ চাইবে। দিতে পারবেন? রাজ্য সরকার আপনাদের নাগরিক বলে দিয়েছে। রাজ্য সরকার উদ্বাস্তু কলোনিগুলিকে স্বীকৃতি দিয়েছে। মুখ্যমন্ত্রী হিসাবে দাঁড়িয়ে বলছি মতুয়ারা সকলে নাগরিক। আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। এনআরসি, এনপিআর করতে দেব না।” মতুয়াদের উন্নয়নের স্বার্থেও রাজ্য সরকার অনেক উন্নয়নমূলক কাজ করছে বলেও জানান তিনি। উল্লেখ্য, এর আগেই ১০ কোটি টাকা মতুয়াদের উন্নয়নের স্বার্থে দেওয়া হয়েছে। তিনি বলেন, “আপনারা কমিটি তৈরি করলেই কাজ শুরু হবে।” বনগাঁ তাঁর পুরনো জায়গা বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ বছর ধরে বড়মার চিকিৎসা করিয়েছেন বলেও দাবি মুখ্যমন্ত্রীর।

Advertisement

[আরও পড়ুন: বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ শাসকদলের বিরুদ্ধে, উত্তপ্ত কোচবিহার]

বহিরাগত ইস্যুতেও আরও একবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা কথা দিলে কথা রাখি। আমরা বিজেপি পার্টি নয় যে ভোটের সময় কথা দিয়ে পালিয়ে যাব।” ফের বিজেপিকে (BJP) বহিরাগত বলে তোপ দাগেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, “বাইরে থেকে আরএসএস নিয়ে এসেছে। তারা মতুয়াদের ধর্ম সম্পর্কে শেখাচ্ছে। হিন্দু ধর্ম কী তা স্বামী বিবেকানন্দের থেকে শিখব। তোমরা কোন হরিদাস? পাড়ায় পাড়ায় বহিরাগত দেখলে এফআইআর করবেন। না নিলে আমাদের কার্যালয়ে জানাবেন।” রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে শাসক-বিরোধী উভয়ের কাছে মতুয়াদের ভোট ব্যাংক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে কথা বলাই যায়।

Advertisement

[আরও পড়ুন: যুবক খুনে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবি, দফায় দফায় অবরোধ স্থানীয়দের, ফের উত্তপ্ত ঝাড়গ্রাম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ