Advertisement
Advertisement
WB CM Mamata Banerjee attends a public meeting in Purulia

Mamata Banerjee: স্বাস্থ্য পরিষেবা ঘরে পৌঁছনোর উদ্যোগ, পুরুলিয়ার চিকিৎসকদেরও গ্রামে যাওয়ার নির্দেশ মমতার

'দিদির দূত'দের সমস্যার কথা জানানোর পরামর্শ মুখ্যমন্ত্রীর।

WB CM Mamata Banerjee attends a public meeting in Purulia । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 16, 2023 6:40 pm
  • Updated:February 16, 2023 6:40 pm

সুমিত বিশ্বাস, পুরুলিয়া: প্রত্যন্ত গ্রামে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বাস্থ্য পরিষেবা ঘরে ঘরে পৌঁছতে উদ্যোগ, পুরুলিয়ার চিকিৎসকদেরও গ্রামে যাওয়ার নির্দেশ মমতার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসকদের আরও প্রত্যন্ত গ্রামে যাওয়ার কথা বলেন তিনি। প্রতিমাসে ডাক্তারদের তিন দিন করে গ্রামে যাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী।

ডিএম, এসপি, বিডিওদের জনসংযোগ বাড়ানোর কথা বলেন মমতা। তার পাশাপাশি বৃহস্পতিবার আরও একবার চিকিৎসরদের গ্রামে যাওয়ার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ থেকে ভাল ভাল ডাক্তাররা যাতে মাসে তিনদিন করে এক একটি গ্রামে যান সেই নির্দেশ দেন তিনি। বৃহস্পতিবার পুরুলিয়ায় হুটমুড়া ময়দানের প্রশাসনিক জনসভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, “পুরুলিয়ার মেডিক্যাল থেকে ডাক্তাররা গ্রামে গ্রামে যান। পিজির ডাক্তাররা ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, সুন্দরবনে গিয়েছিলেন। প্রত্যেকটি মেডিক্যাল কলেজের ভাল ভাল ডাক্তাররা তিনদিনের জন্য যদি গ্রামে যান তাহলে সেখানকার মানুষদের আর হাসপাতালে যেতে হবে না। আপনাদের কাছ থেকেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন।” প্রতি মাসে ডাক্তারদের তিন দিন করে গ্রামে যাওয়ার কথা বলেন। তাঁর কথায়, “দিদির দূত হিসাবে যাঁরা যাচ্ছেন তাঁদের সমস্যার কথা বলুন। সেই সমস্যাগুলো আমার কাছে আসবে। যে সমস্যাগুলো সমাধান করা সম্ভব, সেটা তৎক্ষণাৎ করে দেব। যেটা সম্ভব নয় সেটা নিয়ে ভাববো। হয়তো সময় লাগবে।”

Advertisement

[আরও পড়ুন: একজন বাঙালি মহিলা IAS-কে অপমান! নন্দিনীর অপসারণ নিয়ে রাজ্যপালকে তোপ কুণালের]

সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধি সকলকেই গ্রামে গিয়ে জনসংযোগের ভিতকে মজবুত করার কথা বলেন। এদিনের প্রশাসনিক মঞ্চ থেকে ডিএম, এসপিদেরকে মানুষের সঙ্গে সংযোগ বাড়ানোর নির্দেশ দেন। সেই সঙ্গে দুয়ারে সরকারের ধাঁচে বিডিওদের গ্রামে গিয়ে ক্যাম্প করার কথা বলেন। সম্প্রতি পুরুলিয়া জেলা পুলিশ এই কাজ করছে। একদা মাওবাদী উপদ্রুত গ্রাম থেকে এই কাজ শুরু করে পুরুলিয়া জেলা পুলিশ। মুখ্যমন্ত্রী চান, গ্রামে গ্রামে গিয়ে সরকারি আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা সমস্যা জেনে যেমন সমাধান করবেন। তেমনই চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামে গেলে সেখানকার মানুষজন খুব সহজেই স্বাস্থ্য পরিষেবা পেয়ে যাবেন। ফলে ওই প্রত্যন্ত গ্রামগুলি থেকে আর কষ্ট করে প্রাথমিক বা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে আসতে হবে না। এককথায় দুয়ারে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর এমন বার্তা।

Advertisement

[আরও পড়ুন: পরকীয়ায় বাধা দেওয়ার জের, অণ্ডকোষ টিপে স্বামীকে খুন স্ত্রীর!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ