বিপ্লব দত্ত,নদিয়া: বেনজির কাণ্ড! পঞ্চায়েত ভোটের গণনাকেন্দ্রে ঢুকে ছাপ্পা ভোট দিল একদল বহিরাগত। তুমুল উত্তেজনা ছড়াল নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকে। বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছোড়ে বলে অভিযোগ। পালটা লাঠিচার্জ করে পুলিশ। চলে কাঁদানে গ্যাসও। শেষ খবর পাওয়া পর্যন্ত, কৃষ্ণগঞ্জের মাজদিয়া কলেজের ভোট গণনা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিরোধীদের অভিযোগ, গণনাকেন্দ্রে গণ্ডগোল পাকিয়েছেন শাসকদলের কর্মী-সমর্থকরা। ছাপ্পা ভোটও দিয়েছেন তাঁরাই।
[চলছে গণনা, কে কোথায় এগিয়ে? জেলাভিত্তিক ফলাফল দেখে নিন এক নজরে]
এবারের পঞ্চায়েত ভোটে বিক্ষুদ্ধদের নিয়ে জেরবার শাসক দল। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই টিকিট না পেয়ে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকদের একাংশ। ব্যতিক্রম নয় নদিয়াও। জেলার প্রত্যন্ত ব্লক কৃষ্ণগঞ্জে পঞ্চায়েত ভোটে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূলের বিক্ষুদ্ধ কর্মী-সমর্থকরা। বুধবার সকালে এই ব্লকের পঞ্চায়েত ভোটের গণনা চলছিল মাজদিয়া কলেজে। ছিল পর্যাপ্ত পুলিশি নিরাপত্তাও। সূত্রের খবর, প্রথম কয়েক রাউন্ড গণনার পর এগিয়ে যান এক নির্দল প্রার্থী। বস্তুত, তিনি জিতে যেতে পারেন, এমন সম্ভাবনাও তৈরি হয়েছিল বলে খবর। অভিযোগ, নির্দল প্রার্থী এগিয়ে থাকার খবর পেয়েই মাজদিয়া কলেজের সামনে জড়ো হয় একদল বহিরাগত। গণনাকেন্দ্রে ঢুকে পুলিশের সামনেই তারা দেদার ছাপ্পা ভোট দিতে শুরু করে। বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ বাধা দিলে দুষ্কৃতীরা গুলি ও বোমা ছোড়ে বলে অভিযোগ। পালটা লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটায় ওই গণনাকেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া কলেজে পঞ্চায়েত ভোটের গণনা সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
দেখুন ভিডিও:
[ভাঙড়ে পাঁচটি আসনে জয়ী জমিরক্ষা কমিটি, জেলে থেকেও জয় পেলেন আরাবুল]