Advertisement
Advertisement
WB Weather Update

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, বড়দিনের আগেই বঙ্গে উধাও শীত!

'উষ্ণ' বড়দিনের সাক্ষী হবে কলকাতা?

WB Weather Update: Temperature rises at least 2 degrees in Kolkata and adjacent area । Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Sayani Sen
  • Posted:December 23, 2023 10:16 am
  • Updated:December 23, 2023 10:33 am

নিরুফা খাতুন: বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত। বড়দিনের আগেই কার্যত উধাও শীত। বাড়ল কলকাতা-সহ গোটা রাজ্যের তাপমাত্রা। বড়দিনেও তেমন শীতের আমেজ বজায় থাকবে না বলেই দাবি আবহাওয়া বিশেষজ্ঞের।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের স্পেলে বাংলায় সাময়িক বিরতি। বেড়েছে ২ ডিগ্রি তাপমাত্রা। শনি এবং রবিবার সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। অন্যদিকে‌ বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্তের প্রভাব। তার ফলে সপ্তাহান্তে ফের আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা।

Advertisement

[আরও পড়ুন: দুয়ারে পুরসভা! নতুন বছরে বয়স্ক নাগরিকদের জন্য চালু ‘নগরবন্ধু’ স্কিম]

দক্ষিণবঙ্গে শনিবার থেকেই ঊর্ধ্বমুখী পারদ। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে দু-তিনদিনে। এর পর কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে পূবালি হাওয়ার দাপট। কমবে উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাব। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় একইরকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই।

Advertisement

এদিকে, উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা। জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচলপ্রদেশ-সহ পার্বত্য এলাকায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরাখণ্ডের বেশ কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কুয়াশার দাপট বজায় থাকবে।

[আরও পড়ুন: প্রয়াত ‘রাণী রাসমণি’ খ্যাত অভিনেতা কিংশুক গঙ্গোপাধ্যায়]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ