Advertisement
Advertisement
শীত

শীতের পথে ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা, বছরের গোড়াতেই বৃষ্টির সম্ভাবনা রাজ্যে

জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা।

Weather department predicts, rain in Kolkata today

ছবি: প্রতীকী।

Published by: Bishakha Pal
  • Posted:January 9, 2020 11:28 am
  • Updated:January 9, 2020 11:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কনকনে ঠান্ডায় শীতের মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকবে। সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে আজ পারদ খুব বেশি নামবে না। আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫.৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি বেশী। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলিতেও। বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গে আগামিকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও কোথাও বেশি বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই বৃষ্টিপাত।

Advertisement

[ আরও পড়ুন: সেনা অভ্যুত্থানের ভয়েই এতদিন নিয়োগ করা হয়নি CDS, দাবি প্রাক্তন সেনাপ্রধানের ]

তবে আগামিকাল, শুক্রবার থেকে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বাতাসে আর্দ্রতা ও জলীয় বাস্প বৃদ্ধি পাওয়ার জন্যই কুযাশা থাকবে। সেই কারণে আগামী কয়েকদিন তাপমাত্রা খুব একটা নামবে না। তবে এই পর্যায়ের পর ফের তাপমাত্রা কমতে পারে বলে মনে করা হচ্ছে। তারপর অবশ্য কনকনে ঠান্ডা কতটা পড়বে, তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ পৌষ প্রায় শেষ। মাঘে শীত পড়ার সম্ভাবনা থাকলেও সূর্যের তেজ অপেক্ষাকৃত বেড়ে যাওয়ায় দিনের বেলা শীতের তীব্রতা কম অনুভূত হয়। তার উপর আগামী সপ্তাহেই রয়েছে গঙ্গাসাগরের পুণ্যতিথি। এর পর থেকেই উত্তরে হাওয়ার দাপট ক্রমশ কমতে শুরু করে। তবে আবহাওয়া কী খেল দেখাবে, তা এখনই স্পষ্ট করে জানাতে পারছে না হাওয়া অফিস। তবে ঠান্ডা পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Advertisement

[ আরও পড়ুন: ধর্মঘটে ভিন্ন মেজাজে যাদবপুর, শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা প্রেসিডেন্সির উপাচার্যের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ