Advertisement
Advertisement
ইংরাজি প্রশ্নপত্র

মাধ্যমিকের ইংরাজি প্রশ্ন টিকটকেও ফাঁস? হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে ভিডিও

মালদহের রতুয়ায় টুকলির খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের।

West Bengal Madhyamik english exam papers have been leaked on tiktok
Published by: Sayani Sen
  • Posted:February 19, 2020 2:38 pm
  • Updated:February 19, 2020 3:11 pm

বাবুল হক, মালদহ: হোয়াটসঅ্যাপের পর এবার টিকটকেও ফাঁস মাধ্যমিক পরীক্ষার ইংরাজি প্রশ্নপত্র। পরীক্ষা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই ফাঁস হয়ে যায় প্রশ্নপত্র। মালদহের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘুরছে এই টিকটক ভিডিও। ওই টিকটক প্রোফাইলটির বৈধতা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে, প্রশ্নপত্রের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করার অভিযোগে ইতিমধ্যেই উত্তর মালদহের রতুয়ার সামশি থেকে একজন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। রতুয়ার বেশ কয়েকটি স্কুলে অবাধে টুকলি চলছে বলেও অভিযোগ। খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের হুমকিও দেওয়া হয়।

সবেমাত্র মাধ্যমিক পরীক্ষা একদিন হয়েছে। তবে শুরু থেকেই গত বছরের ধারা বজায় রইল। প্রথম দিনেই পরীক্ষা শুরুর মাত্র কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে যায় বাংলা প্রশ্নপত্র। হাজার সতর্কতা সত্ত্বেও দ্বিতীয় দিনে মুখরক্ষা হল না মধ্যশিক্ষা পর্ষদের। পরিবর্তে পরীক্ষা শুরুর ঘণ্টাখানেকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে ইংরাজি প্রশ্নপত্র। যদিও পরীক্ষা শেষের পরই বোঝা যাবে আসলের সঙ্গে সোশ্যাল মিডিয়ার ওই প্রশ্নপত্রের আদৌ মিল রয়েছে কি না। কিন্তু মালদহে শুধু হোয়াটসঅ্যাপেই আটকে নেই প্রশ্নপত্র ঘুরে বেড়ানোর ঘটনা। হোয়াটসঅ্যাপের পাশাপাশি প্রশ্নপত্র ঘুরে বেড়াচ্ছে টিকটক ভিডিও। বর্ষা নামে এক তরুণীর প্রোফাইলেই দেখা গিয়েছে ইংরাজি প্রশ্নপত্র। মাত্র ১৫ সেকেন্ডের ভিডিওয় প্রশ্নপত্রের শুরু থেকে শেষ পর্যন্ত দেখা গিয়েছে। সেই ভিডিওই বর্তমানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ারও করা হয়েছে। তবে বর্ষার প্রোফাইলটি আদৌ সত্য নাকি মিথ্যা, তা খতিয়ে দেখা হবে।

Advertisement

[আরও পড়ুন: ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে! পুলিশের জালে মাধ্যমিক পরীক্ষার্থী]

এদিকে, উত্তর মালদহের রতুয়াতে একাধিক স্কুল থেকে মিলছে অবাধ টুকলির অভিযোগ। সামশিতে মোবাইল সঙ্গে নিয়ে ইংরাজি পরীক্ষা দেওয়ার এবং ছবি তুলে প্রশ্নপত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এই অভিযোগে তাকে আটকও করা হয়েছে। রতুয়ার বেশ কয়েকটি স্কুলে টুকলির খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয় সাংবাদিকদের। বেশ কয়েকজন তাদের মারধরে উদ্যতও হয়।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ