বিক্রম রায়, কোচবিহার: মুর্শিদাবাদের পর কোচবিহার। পঞ্চায়েত ভোটের মনোনয়ন প্রক্রিয়ার দ্বিতীয় দিনেও ছড়াল উত্তেজনা। এবার ‘গুলিবিদ্ধ’ তৃণমূল কর্মীর ভাই। শনিবার রাতে কোচবিহারের ওকরাবাড়িতে গুলি চলার অভিযোগ উঠেছে। তৃণমূল কর্মীর ভাইয়ের চোখে গুলি লেগেছে বলে খবর। আরও একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। দলীয় সূত্রে খবর, টিকিট নিয়ে দ্বন্দ্বের জেরেই ওই যুবককে গুলি করেছে অপর গোষ্ঠীর সদস্যরা। যদিও এ প্রসঙ্গে দলের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। যদিও পুলিশের দাবি, এলাকায় সংঘর্ষ হলেও গুলি চলার কোনও ঘটনা ঘটেনি।
কোচবিহারে ওকরাবাড়ির গ্রাম পঞ্চায়েতের টিকিট পাওয়া ঘিরে অশান্তির সূত্রপাত বলে খবর। এলাকাবাসী চায়, স্থানীয় যুবক বাবলা হক ৬/২৫৩ নম্বর পার্টের প্রার্থী হোক। তিনি আজ মনোনয়ন পত্র জমাও করেছেন। দলের তরফে সবুজ সংকেত রয়েছে বলেও খবর। এদিকে পাশের পার্টের সম্ভাব্য প্রার্থী উলেমিন হক এই এলাকার প্রার্থী হতে চেয়েছিলেন। কিন্তু দলের সবুজ সংকেত না মেলায় সন্ধেয় এলাকার বাজারে চড়াও হয়। স্থানীয়দের অভিযোগ, দোকানে-দোকানে ভাঙচুর চালায় উলেমিন অনুগামীরা। বোমবাজিও করে। চলে গুলিও।
[আরও পড়ুন: পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মহাজোট? গুরুংদের নিয়ে বৈঠক রাজু বিস্তার]
সেই সময় বাজারের পাশেই বাড়িতে একা ছিলেন বাবলা হকের তুতো ভাই লিপ্টন হক (২৭। তাঁকেও মারধর করা হয়। চলে গুলিও। অভিযোগ, লিপ্টনের চোখে গুলি লেগেছে। জখম হয়েছেন আরও একজন। তাঁরা দুজনেই হাসপাতালে ভরতি। যদিও পুলিশের তরফে সংঘর্ষের কথা স্বীকার করা হলেও গুলি চলার কথা স্বীকার করা হয়নি। কোচবিহারে এএসপি কুমার রাজ এমনটাই জানিয়েছেন।