Advertisement
Advertisement
West Bengal reports 230 new covid cases in last 24 hours

Coronavirus Update: ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ, সংক্রমণ বৃদ্ধিতে পুজোর আগে বাড়ছে উদ্বেগ

গত ২৪ ঘণ্টায় কমল সু্স্থতাও।

West Bengal reports 230 new covid cases in last 24 hours । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:September 7, 2022 8:26 pm
  • Updated:September 7, 2022 8:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ঊর্ধ্বমুখী রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় বাড়ল সংক্রমণ। কমল সু্স্থতাও। সব মিলিয়ে পুজোর আগে সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগে বঙ্গবাসী।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৩০ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশি। বর্তমানে অ্যাকটিভ কেস বা সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ লক্ষ ৮ হাজার ৪১৮ জন। এদিনও ভাইরাস প্রাণ কাড়ল ২ জনের। এখনও পর্যন্ত মোট করোনার বলি ২১ হাজার ৪৭৯ জন। সুস্থতাও কমেছে খানিকটা। এদিন ২৪০ জন করোনাকে হারিয়েছেন। করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২০ লক্ষ ৮৪ হাজার ৯৮৬ জন। সুস্থতার হার ৯৮.৮৯ শতাংশ।

Advertisement

[আরও পড়ুন: রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ঘুরে বেড়াচ্ছে, অথচ পুলিশের কাছে খবর নেই! প্রশাসনিক বৈঠকে ধমক মুখ্যমন্ত্রীর]

সামনেই পুজো। বাজারে-দোকানে বাড়ছে ভিড়। মাস্ক পরা প্রায় বন্ধ করে দিয়েছেন অনেকেই। তারই মাঝে রাজ্যের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়াচ্ছে। এদিকে, বাড়ছে জ্বরের প্রকোপও। তাই সামান্য উপসর্গ দেখা দিলেই ফের কোভিড টেস্টের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৭৯৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত মোট ২ কোটি ৬৩ লক্ষ ৪৪ হাজার ৫৮০টি নমুনা পরীক্ষা হয়েছে। পজিটিভিটি রেট ২.৬১ শতাংশ।

Advertisement

করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে ফের টিকাকরণের উপর জোর দেওয়া হয়েছে। এদিন ১ লক্ষ ১৬ হাজার ৩২১ ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। প্রিকশন ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৪২ লক্ষ ৮২ হাজার ৬৭২ ডোজ। বিশেষজ্ঞদের পরামর্শ, ভিড়ে ঠাসা কোনও জায়গায় গেলে মাস্ক ব্যবহার করুন। হাত পরিষ্কার করতে কাজে লাগান স্যানিটাইজার। সামান্য অসতর্কতা এই মুহূর্তে বড়সড় বিপদ ডেকে আনতে পারে বলেই আশঙ্কা চিকিৎসকদের।

[আরও পড়ুন:  ঘর গুছিয়ে রাখার পরামর্শ, টানা তল্লাশির পরেও সিবিআইয়ের ব্যবহারে আপ্লুত মন্ত্রী মলয়ের স্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ