Advertisement
Advertisement

Breaking News

টেস্ট কমলেও রাজ্যে ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, একদিনে প্রাণ গেল ৩৮ জনের

কলকাতায় একদিনে আক্রান্ত ২,২১১ জন।

West Bengal reports more than 8000 corona cases in last 24 hours | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 19, 2021 8:03 pm
  • Updated:April 19, 2021 8:21 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিতীয় ইনিংসে ক্রিজে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। কোভিড-১৯ নিয়ে সাধারণ মানুষের অবহেলার সুযোগেই লাফিয়ে বাড়ছে সংক্রমণ। রবিবারের তুলনায় সোমবার রিপোর্ট বলছে করোনা টেস্ট নিম্নমুখী। কিন্তু তা সত্ত্বেও বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।  

এদিন স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার (Corona virus) কবলে পড়েছেন ৮,৪২৬ জন। যার মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২,২১১ জন। সংক্রমণের নিরিখে প্রত্যাশিতভাবেই দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ১,৮০১ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ৫২২। হাওড়া ও হুগলিতে একদিনে আক্রান্ত যথাক্রমে ৫২৭ ও ৪৪০ জন। উল্লেখযোগ্যভাবে দৈনিক সংক্রমণ বেড়েছে মালদহে। একদিনে সেখানে আক্রান্ত ৪৩৫ জন। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ৬ লক্ষ ৬৮ হাজার ৩৫৩ জন।

Advertisement

[আরও পড়ুন: ‘দুলহা কৌন হ্যায়?’, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়ে বিজেপিকে খোঁচা অভিষেকের]

এদিকে, করোনা আবহের মধ্যেও পর্যটকের সংখ্যা বাড়ছে পাহাড়ে। ফলে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে দার্জিলিংয়েও। ২৪ ঘণ্টায় সেখানে ৭১ জনের শরীরে থাবা বসিয়েছে এই ভাইরাস। এমন পরিস্থিতিতে পর্যটন নিয়ে কড়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল জিটিএ। দার্জিলিংয়ের সব রেস্তরাঁ, হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল। যদিও খানিক পরেই হোটেল বন্ধের নির্দেশ প্রত্যাহার করে নেয় তারা। 

Advertisement

এদিকে, গত কয়েকদিনের মতোই উদ্বেগ বাড়িয়ে ফের একলাফে অনেকখানি বাড়ল রাজ্যের অ্যাকটিভ কেসও। বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৫৩ হাজার ৪১৮। একইসঙ্গে এই ভাইরাস এখনও কেড়ে চলেছে মানুষের প্রাণও। গত ২৪ ঘণ্টায় বাংলায় করোনার বলি ৩৮ জন। এখনও পর্যন্ত রাজ্যে ১০ হাজার ৬০৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ।

[আরও পড়ুন: ১৩ মে সামশেরগঞ্জ ও জঙ্গিপুরে নির্বাচন নিয়ে কমিশনের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ মমতার]

তবে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে ভরসা জোগাচ্ছেন কোভিডজয়ীরাই। গত ২৪ ঘণ্টাতেই যেমন সুস্থ হয়ে উঠেছেন ৪,৬০৪ জন। এ নিয়ে মোট ৬ লক্ষ ৪ হাজার ৩২৯ জন করোনাজয়ী। উদ্বেগ বাড়িয়ে সুস্থতার হার গতকালের তুলনায় ফের কমল। বর্তমানে ৯০.৪২ শতাংশ মানুষ মারণ ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন। সোমবারই কেন্দ্র জানিয়েছে, কোভিড মোকাবিলায় এবার ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেককেই ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে টিকাকরণের পাশাপাশি চলছে টেস্টিংও। ব্যতিক্রম নয় বাংলাও। যদিও গতকালের তুলনায় টেস্ট সামান্য কম। রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪২ হাজার ১১৮ জনের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ