Advertisement
Advertisement

Breaking News

সায়ন্তন বসু

ফের গুলি চালানোর হুঁশিয়ারি দিয়ে বিতর্কে সায়ন্তন বসু, পালটা জবাব জ্যোতিপ্রিয়র

কুমন্তব্যই ভোটযুদ্ধে হাতিয়ার সায়ন্তনের, বলছে রাজনৈতিক মহলের একাংশ৷

Will order Central forces to shoot at chest: Sayantan Bose
Published by: Sayani Sen
  • Posted:May 13, 2019 1:53 pm
  • Updated:May 13, 2019 3:04 pm

নবেন্দু ঘোষ, বসিরহাট: বিতর্কিত মন্তব্য করে আগেও নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের মুখে পড়েছিলেন তিনি৷ কুকথার জেরে সতর্কও করা হয়েছিল তাঁকে৷ তবে তাতে যেন কিছুই যায় আসে না বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসুর৷ পরিবর্তে নিজের কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাইয়ের সুর গেরুয়া শিবিরের সৈনিকের গলায়৷ সোমবার সকালের জনসভা থেকে আবারও কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন সায়ন্তন৷

[ আরও পড়ুন: ভোটের মাঝে কোটি টাকা-সহ আসানসোলে গ্রেপ্তার ২, দানা বাঁধছে রহস্য]

গত মাসে বসিরহাটের প্রচারসভা থেকে গুলি চালানোর নিদান দিয়েছিলেন সায়ন্তন বসু৷ তিনি বলেছিলেন, ‘‘নির্বাচনের দিন বুথ যেই দখল করতে আসুক, সে শাহজাহানই হোক আর ঔরঙ্গজেব, কেন্দ্রীয় বাহিনীকে বলব তার বুকে গুলি করতে৷’’ প্রচারে বিতর্কিত মন্তব্য করার জন্য সায়ন্তন বসুকে নোটিস দিয়েছিল কমিশন। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআরও দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই ভাষায় বিতর্কিত মন্তব্য করে বসলেন বসিরহাটের বিজেপি প্রার্থী৷

Advertisement

সোমবার সকালে বসিরহাট কলেজ বাজারে প্রচার করেন তিনি৷ সেখানেই সায়ন্তন বলেন, ‘‘যারা বুথ দখল করতে আসবে, তাদের বুকে কেন্দ্রীয় বাহিনীকে গুলি করতে বলব৷’’ ঠিক কয়েকদিন আগে জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছিলেন সায়ন্তন৷ মমতার ‘গণতন্ত্রের থাপ্পড়ে’র পালটা জবাব দিতে গিয়ে ‘লাথি মারা’র কথা বলেছিলেন তিনি৷

Advertisement

[ আরও পড়ুন: বারুইপুরে অমিতের সভা ঘিরে অনিশ্চয়তা, অনুমতি প্রত্যাহার জমির মালিকের]

আগামী ১৯ মে, সপ্তম দফায় বসিরহাটে ভোটগ্রহণ৷ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে প্রার্থীর এহেন বিতর্কিত মন্তব্যকে মোটেও ভাল চোখে দেখছে না রাজ্যের শাসকদল৷ এই ইস্যুকে হাতিয়ার করে ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন তাঁরা৷ জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বসিরহাটে এসব কথা বলে হাততালি পাওয়ার চেষ্টা করছেন সায়ন্তন৷ আদতে এটা অশিক্ষার নমুনা৷ ২৩ মে-র পর বসিরহাটের মানুষ মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ঘোরাবে ওকে৷’’ তবে ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীদের আক্রমণ কিংবা নির্বাচন কমিশনের নোটিসকে থোড়াই পরোয়া করেন সায়ন্তন বসু৷ বরং রাজনীতির ময়দানে কুবাক্যকে হাতিয়ার করেই ভোটযুদ্ধে বাজিমাত করতে চাইছেন বিজেপি প্রার্থী৷

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ