BREAKING NEWS

১৩ আশ্বিন  ১৪৩০  রবিবার ১ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

দিনের আলোয় রাস্তার উপর কুপিয়ে খুন শিলিগুড়ির যুবককে! আত্মসমর্পণ আততায়ীর

Published by: Sucheta Sengupta |    Posted: June 6, 2023 1:37 pm|    Updated: June 6, 2023 1:46 pm

Youth allegedly killed with sharp weapons in Siliguri, accussed surrenders and arrested | Sangbad Pratidin

তারক চক্রবর্তী, শিলিগুড়ি: দিনের আলোয় রাস্তার উপর খুন যুবক! মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য শিলিগুড়ির (Siliguri) আশিঘর মোড় এলাকায়। মৃত যুবকের নাম স্বপন বর্মন। তাঁকে খুনে অভিযুক্ত নিরঞ্জন মণ্ডল ঘটনার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করে। তারপরই পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক অনুমান, পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড (Murder)। শুরু হয়েছে তদন্ত।

মঙ্গলবার সকালে শিলিগুড়ির আশিঘর মোড়ে প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর এক যুবককে ধারালো অস্ত্র (Sharp weapon) দিয়ে খুন করার অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। জানা গিয়েছে, খুন হয়েছেন স্বপন বর্মন নামে বছর সাঁইত্রিশের যুবক। তাঁর বাড়ি ওই এলাকাতেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ওই দুই যুবকের মধ্যে বচসা বাঁধে। অভিযোগ, সেই সময় আচমকাই নিরঞ্জন মণ্ডল নামের অভিযুক্ত যুবক ধারালো অস্ত্র দিয়ে স্বপন বর্মনকে আঘাত করে। মাটিতে লুটিয়ে পড়েন স্বপন। এরপরই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতাল নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত (Dead) বলে ঘোষণা করেন।

[আরও পড়ুন: ‘ভয় পেয়েছেন, উঠল বাই তো কটক যাই’, মুখ্যমন্ত্রীর ওড়িশা সফরকে খোঁচা দিলীপের]

অন্যদিকে, এই ঘটনার পর অভিযুক্ত ওই যুবক আশিঘর ফাঁড়িতে গিয়ে নিজে আত্মসমর্পণ (Surrender) করে। এরপর পুলিশ অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।

[আরও পড়ুন: অন্য পুরুষের প্রেমে মত্ত নওয়াজউদ্দিনের স্ত্রী, ডিভোর্সের আগেই ‘কুকীর্তি’ ফাঁস আলিয়া সিদ্দিকির!]

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকমাস আগে স্বপনবাবুর বাড়ি থেকে রিক্সা চুরি করেছিল নিরঞ্জন। সেই নিয়ে বিবাদ ছিলই। এরপর গত রবিবার ফের একবার স্বপনবাবুর রিক্সা চুরি করার অভিযোগ ওঠে। রিক্সা উদ্ধার হলেও নিরঞ্জন উধাও হয়ে যায়। মঙ্গলবার সকালে আশিঘর মোড় এলাকায় নিরঞ্জনকে ধরে ফেলেন স্বপন। বচসা, গন্ডগোল শুরু হতেই নিরঞ্জন একটি ধারালো অস্ত্র দিয়ে স্বপনকে আঘাত করে। এতেই মৃত্যু হয় স্বপনবাবুর। ঘটনার খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিশ পৌঁছে দেহটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনা ঘিরে ব্যাপক শোরগোল এলাকায়।

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে