Advertisement
Advertisement
Beaten

ফেসবুকে আপত্তিকর মন্তব্যের ‘শাস্তি’, রাতের অন্ধকারে বন্দুকের বাঁট দিয়ে যুবককে মার দুষ্কৃতীদের

আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিক্যাল কলেজে ভরতি যুবক, পলাতক দুষ্কৃতীরা।

Youth beaten in Kamarhati after his controversial comment on neighbour's facebook post | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:December 13, 2021 12:01 pm
  • Updated:December 13, 2021 2:50 pm

অর্ণব দাস, বারাকপুর: সোশ্যাল মিডিয়ায় প্রতিবেশীর ছবিতে আপত্তিকর মন্তব্য। আর তার জেরেই বড়সড় হামলার মুখে পড়তে হল কামারহাটির (Kamarhati) এক যুবককে। রাতের অন্ধকারে তাঁকে টেনে নিয়ে গিয়ে বন্দুকের বাঁট দিয়ে ব্যাপক মারধরের অভিযোগ উঠল। বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দুষ্কৃতীদের কাউকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

Kamarhati
কামারহাটির গলিঘাট এলাকার অশান্তি।

ঘটনার সূত্রপাত ৯ তারিখ। কামারহাটির গলিঘাট এলাকার বাসিন্দা ওমপ্রকাশ ঠাকুর। তাঁরই প্রতিবেশী জয়ন্ত সিং ফেসবুকে (Facebook) নিজের কিছু ছবি পোস্ট করেছিলেন। অভিযোগ, তাঁর ছবিতে ওমপ্রকাশ আপত্তিজনক মন্তব্য করে। তাতেই ক্ষেপে যান জয়ন্ত সিং। এরপরই প্রতিশোধ নিতে ওমপ্রকাশের উপর হামলায় চালান হয় বলে অভিযোগ। তাঁকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়।

Advertisement

[আরও পড়ুন: মদন মিত্রর সঙ্গে একান্তে কথা তৃণমূলত্যাগী প্রবীর ঘোষালের! ঘাসফুল শিবিরে ফেরা নিয়ে তুঙ্গে জল্পনা]

শনিবার রাতে ওমপ্রকাশ ঠাকুর কাজে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় আড়িয়াদহ (Ariadaha)পাঠবাড়ি লাইন এলাকায় জয়ন্ত সিংয়ের দলবল তাঁকে অন্ধকারের মধ্যে টেনে নিয়ে গিয়ে মারধর করে। অভিযোগ, বন্ধুকের বাঁট দিয়ে মারধর করা হয়। আক্রান্ত যুবককে আশঙ্কাজনক অবস্থায় সাগরদত্ত মেডিক্যাল কলেজ (Sagar Dutta Medical College) হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই চিকিৎসা চলছে। বেলঘরিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়। ঘটনার পর থেকে দুষ্কৃতীরা পলাতক। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বিষয় নিয়ে সমস্যা হওয়ায় সাইবার আইনে মামলা দায়ের হতে পারে।

[আরও পড়ুন: পরিবেশ রক্ষার বার্তা দিতে ভারত ভ্রমণ, ৯ হাজার কিমি পথ ঘুরে বাংলায় ষাটোর্ধ্ব হরিয়ানার বাসিন্দা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement