Advertisement
Advertisement

পরিবেশ রক্ষায় দরদী বার্তা নিয়ে মৌসিনরামের পথে বনগাঁর যুবক, সঙ্গী সাইকেল

সাইকেলে বৃক্ষরোপণের বার্তা, ৯ জুলাই মৌসিনরাম পৌঁছবেন ভেঙ্কটেশ৷

Youth from Bongaon starts awarness campaign for environment
Published by: Sucheta Sengupta
  • Posted:June 28, 2019 6:44 pm
  • Updated:June 28, 2019 6:44 pm

নিজস্ব সংবাদদাতা, বনগাঁ: পরিবেশ রক্ষায় অনন্য উদ্যোগ বনগাঁর যুবকের৷ রাস্তার দু’পাশে মানবশৃঙ্খল, হাতে হাত ধরে দাঁড়িয়ে  ছাত্রছাত্রীরা। মাঝখান দিয়ে সাইকেল চড়ে এগিয়ে যাচ্ছেন এক যুবক। মাথায় কালো সাইক্লিং ক্যাপ, হাতে দস্তানা, সাইকেলের সামনে লাগানো জিপিএস ক্যামেরা ও ট্র্যাকার। সাইকেলের পেছনে একটি পোস্টারে লেখা ‘গাছ লাগান, দেশ বাঁচান’। সম্প্রতি সমীক্ষায় উঠে আসা জলসংকট নিয়ে চিন্তার মাঝে এই উদ্যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷

[আরও পড়ুন: সংঘর্ষ থামাতে গিয়ে ঝাঁটাপেটা খেল পুলিশ, তৃণমূল-বিজেপি লড়াইয়ে রণক্ষেত্র পাড়ুই]

এভাবেই সবুজের বার্তা ছড়িয়ে দিতে, বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে সচেতনতা প্রচার করতে বেরিয়ে পড়লেন গোপালনগরে যুবক ভেঙ্কটেশ প্রতাপ দত্ত৷ বছর বাইশের ভেঙ্কটেশ ভূগোলে স্নাতকোত্তর৷ এখন বিএড প্রথম বর্ষের ছাত্র। পাশাপাশি তিনি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশন যুব কম্পিউটার কেন্দ্রে প্রশিক্ষক হিসেবে কাজ করেন ভেঙ্কটেশ। তিনি বলছেন, ‘ছোট থেকেই ভূগোল নিয়ে পড়ার সুবাদে বিশ্ব উষ্ণায়ন এবং মাটির তলায় সঞ্চিত জলের ভাণ্ডার নিয়ে পড়াশোনা করেছেন। আগামীতে উষ্ণায়নের কারণে মানুষ-সহ অন্যান্য পশুপাখির ক্ষেত্রে এক ভয়াবহ দিন আসতে চলেছে। সেই কারণেই গাছ লাগানো এবং জলসম্পদ সঞ্চয় করার জন্য সচেতনতা বার্তা দিতে তিনি পথে নেমেছেন৷’ তাঁর এখন লক্ষ্য, সাইকেল নিয়ে নেপাল-ভুটান হয়ে শিলংয়ের মধ্য দিয়ে মৌসিনরাম পৌঁছানো। পথে বিভিন্ন জায়গায় সচেতনতা প্রচার চালাবেন তিনি। পাশাপাশি ভেঙ্কটেশের সঙ্গে রয়েছে বিভিন্ন গাছের বীজ। সেগুলিকে বিভিন্ন জায়গায় বৃক্ষপ্রেমীদের মধ্যে বিতরণ করবেন তিনি। এ যাত্রায় তিনি ১৬০০ কিলোমিটার রাস্তা অতিক্রম করবেন৷ ভেঙ্কটেশ জানান, ‘সব কিছু ঠিকঠাক চললে আগামী ৯ই জুলাই নাগাদ মৌসিনরাম পৌঁছাব৷’

Advertisement

বুধবার সকালে গোপালনগর থেকে যাত্রা শুরু করেছেন ভেঙ্কটেশ। স্থানীয় একটি ক্লাব তাঁর এই সাধু উদ্যোগকে স্বাগত জানিয়ে সাহায্য করেছে৷ যাত্রা শুরুর সময় ক্লাব সম্পাদক ভেঙ্কটেশের হাতে জাতীয় পতাকা তুলে দেন। পথ খরচের জন্য কিছু অর্থ ক্লাবের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন:রাজ্য সড়কের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয়রা, মেরামতির দাবিতে বিক্ষোভ পড়ুয়াদের]

ভেঙ্কটেশের মা কাকলি দত্ত বলেন, ‘ছেলের এই অভিযানে মনে মনে আশঙ্কা থাকলেও পরিবেশ বাঁচাতে এই পদক্ষেপকে সমর্থন জানাচ্ছি৷’ ছাত্রছাত্রীদের সঙ্গে এলাকার বিশিষ্ট মানুষ, যাত্রা শুরুর সময় তাঁকে অভিনন্দন জানাতে উপস্থিত ছিলেন। এলাকার এক শিক্ষকের কথায়, ‘বিশ্ব উষ্ণায়ন পৃথিবীর কাছে বড় সমস্যা। আমাদের দেশ তার বাইরে নয়৷ মাটির নিচে জল শেষ হয়ে আসছে৷ সে কারণেই গাছ লাগানো জরুরি। প্রয়োজনে একটি গাছ কাটার দরকার হলেও পরিবর্তে দশটি গাছ লাগানো উচিত’৷ স্কুলের প্রাক্তন ছাত্রের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাঁরা।

bongaon-environment

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ