Advertisement
Advertisement

মাধ্যমিক পাশ হলেই রাজ্য পুলিশে চাকরির সুযোগ, কীভাবে করবেন আবেদন?

আগামী ৫ মার্চ আবেদনের শেষ সময়সীমা।

8419 Constable (Male) job in WB Police
Published by: Sayani Sen
  • Posted:February 6, 2019 5:01 pm
  • Updated:February 6, 2019 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করবে রাজ্য পুলিশ৷ ইচ্ছুক প্রার্থীরা www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন৷ ৫ মার্চের মধ্যেই করা যাবে আবেদন৷ জেনে নিন তার সমস্ত খুঁটিনাটি।

শূন্যপদ:
কনস্টেবল (পুরুষ) পদে মোট ৮৪১৯ জনকে নিয়োগ করা হবে৷ ৪৬২০টি শূন্যপদে সুযোগ পাবেন সাধারণ শ্রেণির আবেদনকারীরা৷ তফসিলি জাতি ১৮৫৬ টি এবং তফসিলি উপজাতিদের জন্য ৫৩৮টি শূন্যপদ সংরক্ষিত৷ বাকি ১৪০৫ টি পদ অনগ্রসর শ্রেণির জন্য সুরক্ষিত৷

Advertisement

আবেদনের যোগ্যতা:
মাধ্যমিক পাশ হলেই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷
আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় বলা, পড়া এবং লেখার দক্ষ হতে হবে৷
তবে যাঁরা দার্জিলিং এবং কালিম্পংয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে বাংলা ভাষায় দক্ষতা না থাকলেও চলবে৷

Advertisement

রাজ্য পরিবহণ দপ্তরে প্রচুর কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

শারীরিক কাঠামো:
উচ্চতা: আবেদনকারীদের উচ্চতা হতে হবে ১৬৭ সেন্টিমিটার৷ গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে ১৬০ সেন্টিমিটার হলেই যথেষ্ট৷
ছাতি: আবেদনের জন্য ছাতি না ফুলিয়ে ৭৮ সেন্টিমিটার হতে হবে৷ গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে ৭৬ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷  ছাতি ফুলিয়ে ৮৩ সেন্টিমিটার হতেই হবে আবেদনকারীর৷ গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতির ক্ষেত্রে ৮১ সেন্টিমিটার হওয়া প্রয়োজন৷
ওজন:  আবেদনকারীর ওজন ৫৭ কেজি হতেই হবে৷ গোর্খা, রাজবংশী এবং তফসিলি উপজাতির উচ্চতা ৫৩ কেজি ওজন হওয়া বাধ্যতামূলক৷

হলদিয়া পেট্রোকেমিক্যালসে কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের পদ্ধতি

আবেদনকারীর বয়স:
ন্যূনতম ১৮ বছর বয়সিরা এই কনস্টেবল (পুরুষ) পদে আবেদন করতে পারেন৷ ২০১৯-র ১ জানুয়ারির হিসাব অনুযায়ী, সর্বোচ্চ ২৭ বছর বয়সিদের আবেদন গ্রাহ্য করা হবে৷ সরকারি নিয়মানুযায়ী বয়সের ক্ষেত্রে আবেদনকারীরা নির্দিষ্ট ছাড় পাবেন৷ তফসিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন৷

আবেদনের পদ্ধতি:
ইচ্ছুক প্রার্থীরা www.wbpolice.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন৷ ব্যাংকে ১৭০ টাকা জমা দিতে হবে প্রার্থীকে৷ তফসিলি জাতি এবং উপজাতির ক্ষেত্রে মাত্র ২০ টাকা দিয়েই করা যাবে আবেদন৷ এরপর অফিসিয়াল ওয়েবসাইট থেকেই চালান সংগ্রহ করা যাবে৷ আবেদনের একমাত্র প্রমাণ ওই চালান৷ ৫ মার্চ পর্যন্ত এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ