Advertisement
Advertisement
IIT Kharagpur invites application for 40 posts of Junior Assistant

IIT Kharagpur: স্নাতক হলেই মিলতে পারে আইআইটি খড়গপুরে চাকরি, আবেদন করতে ভুলবেন না

জেনে নিন আবেদন সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

IIT Kharagpur invites application for 40 posts of Junior Assistant । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 4, 2022 5:30 pm
  • Updated:March 4, 2022 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি স্নাতক? কম্পিউটারে দ্রুত টাইপ করতে পারেন? উত্তর হ্যাঁ হলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল আইআইটি খড়গপুর (IIT Kharagpur)। শূন্যপদ মোট ৪০টি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ মার্চের মধ্যে আবেদন করতে হবে। আবেদনের আগে জেনে নিন শূন্যপদ সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি।

আবেদনের শর্ত:

Advertisement
  • আবেদনকারীকে অবশ্যই স্নাতক হতে হবে।
  • কম্পিউটারে সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে। বিশেষত এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেলের অভিজ্ঞতা থাকতে হবে।
  • প্রতি মিনিটে ৩৫টি শব্দ টাইপিংয়ের যোগ্যতা থাকতে হবে।

[আরও পড়ুন: কর্মপ্রার্থীদের জন্য সুখবর, কয়েকটি শর্ত মানলেই মিলতে পারে মোটা বেতনের সরকারি চাকরি]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৫ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন।

Advertisement

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ২৫০ টাকা জমা দিতে হবে। তবে তফসিলি জাতি, উপজাতি, বিশেষ ক্ষমতাসম্পন্ন এবং মহিলা প্রার্থীদের আবেদনের ফি লাগবে না।

আবেদনের পদ্ধতি:
https://erp.iitkgp.ac.in এই ওয়েবসাইটের মাধ্যমে আগ্রহীরা আবেদন করতে পারেন।

আবেদনের শেষদিন:
আগামী ১৬ মার্চের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে।

বেতন:
এই শূন্যপদে নিযুক্তরা প্রতি মাসে ২১ হাজার ৭০০ টাকা থেকে ৬৯ হাজার ১০০ টাকা বেতন পাবেন।

শূন্যপদ সংক্রান্ত অন্যান্য যাবতীয় তথ্যের জন্য https://erp.iitkgp.ac.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: স্নাতক পড়ুয়াদের ইন্টার্ন হিসেবে নিয়োগ করবে রাজ্য, মিলবে ভাতাও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ