Advertisement
Advertisement

খড়গপুর আইআইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ

আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করুন৷

Jobs in IIT Kharagpur
Published by: Sayani Sen
  • Posted:September 2, 2018 5:30 pm
  • Updated:September 2, 2018 5:31 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করবে খড়গপুর আইআইটি৷ জুনিয়র এক্সিকিউটিভ, জুনিয়র অ্যাকাউন্টস অফিসার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, সিনিয়র লাইব্রেরি ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাকটর, স্টাফ নার্স, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার গ্রেড-২ এবং সিকিউরিটি ইনস্পেক্টর৷ তিন বছরের চু্ক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে৷

[কেন্দ্রীয় বিদ্যালয়ে প্রচুর কর্মী নিয়োগ, মাস্টার্স হলেই করা যাবে আবেদন]

জুনিয়র এক্সিকিউটিভ পদে ৩৪জনকে নিয়োগ করা হবে৷ যেকোন বিশ্ববিদ্যালয়ে স্নাতক হলেই এই পদের জন্য আবেদন করতে পারেন৷ এমএস ওয়ার্ড, এমএস এক্সেল-সহ কম্পিউটারে দক্ষতা থাকা প্রয়োজন৷ চোদ্দই সেপ্টেম্বর তারিখ হিসাবে ৩০বছর পর্যন্ত বয়সীরা এই শূন্যপদে আবেদন করতে পারেন৷ এই পদে বেসিক পে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০টাকা৷

Advertisement

মাত্র তিনজনকে জুনিয়র অ্যাকাউন্টস অফিসার পদে নিয়োগ করা হবে৷ বিবিএ ও এমবিএ করা থাকলে, আপনি এই শূন্যপদের জন্য আবেদন করতেই পারেন৷ কম্পিউটারে জ্ঞান থাকাও জরুরি৷ তবে অ্যাকাউন্ট্যান্ট হিসাবে  তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকা প্রয়োজন৷

Advertisement

[মাস্টার্স করা থাকলেই রাজ্য সরকারের এই শূন্যপদে আবেদন করতে পারেন আপনি]

জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবেও সাতজনকে নিয়োগ করবে খড়গপুর আইআইটি৷ সিভিল ইঞ্জিনিয়ারিং পাস করা থাকলে ও ন্যূনতম দু’বছর কাজের অভিজ্ঞতা থাকলে এই শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারবেন৷ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত বয়সীরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

খড়গপুর আইআইটি সিনিয়র ইনফর্মেশন অ্যাসিস্ট্যান্ট পদেও কর্মী নিয়োগ করবে৷ লাইব্রেরি সায়েন্স নিয়ে স্নাতকরা এই পাঁচটি শূন্যপদের জন্য আবেদন করতে পারেন৷ যেকোন কেন্দ্রীয় বা রাজ্য অধীনস্থ লাইব্রেরিতে কাজ করার অভিজ্ঞতা থাকলে, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে৷ ১৪ সেপ্টেম্বর পর্যন্ত সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত বয়সীরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷

[ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ, স্নাতক হলেই করতে পারেন আবেদন]

ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসাবে চারজনকে নিয়োগ করা হবে৷ শারীরবিদ্যায় স্নাতকরাই এই শূন্যপদে আবেদন করতে পারবেন৷ জিমন্যাসিয়াম বা ট্রেনার হিসাবে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীকে অগ্রগণ্য দেওয়া হবে৷ এই পদে বেসিক পে ৩৫ হাজার ৪০০ টাকা থেকে ১ লক্ষ ১২ হাজার ৪০০টাকা৷ স্টাফ নার্স হিসাবে ন’জনকে নিয়োগ করা হবে৷ উচ্চমাধ্যমিক ও তিন বছরের নার্সিং কোর্স করা থাকলে এই শূন্যপদের জন্য আবেদন করা যাবে৷ যেকোনও নার্সিংহোমে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷  

[মাস্টার্স করেছেন? তবে আপনার জন্য রইল চাকরির সন্ধান]

স্নাতক হলে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন করা যাবে৷ তবে এই পদে চাকরির জন্য বাইক চালানোর অভিজ্ঞতা থাকা জরুরি৷ ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকলে, তাঁকে অগ্রাধিকার দেওয়া হবে৷

ড্রাইভার পদেও দু’জনকে নিয়োগ করা হবে৷ উচ্চমাধ্যমিক পাস ও ড্রাইভিং লাইসেন্স থাকলে তবে এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ ১৮ থেকে ২৫ বছর পর্যন্ত বয়সীরাই এই শূন্যপদের জন্য আবেদন করতে পারবেন৷ একই যোগ্যতায় আবেদন করা যাবে সিকিউরিটি ইন্সপেক্টর পদে৷ তিনটি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এই বিভাগে৷

[বাঁকুড়ার বিষ্ণুপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির ১৬টি শূন্যপদে কর্মী নিয়োগ]

http://www.iitkgp.ac.inএই ওয়েবসাইটে গিয়ে আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে উপরোক্ত শূন্যপদগুলির জন্য আবেদন করতে পারবেন প্রার্থীরা৷ কবে পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে. কীভাবেই বা আবেদন করতে পারবেন সবই জানা যাবে ওই ওয়েবসাইটে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ