১৫ আশ্বিন  ১৪৩০  মঙ্গলবার ৩ অক্টোবর ২০২৩ 

READ IN APP

Advertisement

মহিলাদের জন্য সুখবর, মাধ্যমিক পাশেই মিলতে পারে রাজ্য পুলিশে চাকরি

Published by: Sayani Sen |    Posted: April 13, 2023 11:17 am|    Updated: April 13, 2023 11:18 am

West Bengal Police inviting applications from eligible women candidates for the posts of Constables under sports quota । Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি পুলিশে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, রাজ্য পুলিশে স্পোর্টস কোটায় লেডি কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনেই করা যেতে পারে আবেদন। আগামী ২৩ এপ্রিল থেকে ২২ মে’র মধ্যে আবেদন করতে পারবেন আগ্রহীরা। তবে তার আগে জেনে নিন যাবতীয় খুঁটিনাটি।

আবেদনকারীর যোগ্যতা:

  • ন্যূনতম মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • আবেদনকারীর অবশ্যই বাংলা ভাষায় পড়া, লেখা এবং বলার দক্ষতা থাকা প্রয়োজন।
  • তবে দার্জিলিং কিংবা কালিম্পংয়ের বাসিন্দাদের ক্ষেত্রে এই শর্ত গ্রাহ্য নয়।

আবেদকারীর শারীরিক মাপজোক:

  • উচ্চতা: ১৬০ সেমি
  • ওজন: ৪৯ কেজি
  • গোর্খা, রাজবংশী, তফসিলির উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি উচ্চতা। এবং ৪৫ কেজি ওজন হওয়া আবশ্যক।

[আরও পড়ুন: মহিলাদের জন্য সুবর্ণ সুযোগ, এই শর্তগুলি মানলেই মিলতে পারে চাকরি]

আবেদনকারীর বয়সসীমা:
১ জানুয়ারি, ২০২৩ তারিখের নিরিখে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। তবে নির্দিষ্ট নিয়মানুযায়ী তফসিলি জাতি, উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

বেতন:
এই শূন্যপদে গ্রেড পে ২ হাজার ৬০০ টাকা। এই শূন্যপদে চাকুরিপ্রার্থীরা প্রতি মাসে ৫ হাজার ৪০০ থেকে ২৫ হাজার ২০০ টাকা বেতন পাবেন। 

আবেদনের পদ্ধতি:
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল: https://prb.wb.gov.in/

আবেদনের সময়সীমা:
২৩ এপ্রিল থেকে ২২ মে’র মধ্যে করা যাবে আবেদন।

আবেদনের ফি:
আবেদনকারীকে ব্যাংকে ১৭০ টাকা জমা দিতে হবে।
তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীদের ফি হিসাবে ২০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।

প্রার্থী বাছাইয়ের পদ্ধতি:
প্রিলিমিনারি পরীক্ষা, শারীরিক মাপজোক, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, লিখিত পরীক্ষা এবং সবশেষে ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্যের খোঁজে https://prb.wb.gov.in/ ওয়েবসাইটে নজর রাখতে ভুলবেন না।

[আরও পড়ুন: বিভিন্ন পদে সিআরপিএফে ৯ হাজারেরও বেশি কর্মী নিয়োগ, জেনে নিন আবেদনের খুঁটিনাটি]

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে