Advertisement
Advertisement
করোনা

সেরে উঠেছেন প্রায় ১ লক্ষ মানুষ, করোনার আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছে বিশ্ব!

প্রতি ৭ জন আক্রান্তের মধ্যে ২ জন করে ইতিমদ্দেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Already 99 thousand people recovers from coronavirus
Published by: Subhajit Mandal
  • Posted:March 23, 2020 12:32 pm
  • Updated:May 30, 2023 4:06 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী! করোনার আতঙ্ককে হার মানাচ্ছে সচেতনতা। ফলপ্রসূ হচ্ছে চিকিৎসকদের জীবনপণ লড়াই। করোনা যেমন ক্রমশ নিজের করাল থাবায় হাজার মানুষের প্রান কেড়ে নিচ্ছে, তেমনি মারক ভাইরাসের কবল থেকে হাজার হাজার মানুষকে ফিরিয়ে আনছে চিকিৎসকদের নিরলস পরিশ্রম। পরিসংখ্যান বলছে, ইতিমধ্যেই গোটা বিশ্বের প্রায় এক লক্ষ মানুষ পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন করোনার কবল থেকে। এদের অনেকেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। বাড়ি ফিরে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন বেশিরভাগই।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর (World Health Organization) সরকারি ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৯৯ হাজার মানুষ করোনা আক্রান্ত হওয়ার পরও পুরপুরি সুস্থ হয়ে গিয়েছেন। বেসরকারি হিসেবে সংখ্যাটা লক্ষ ছাড়িয়ে গিয়েছে। অন্যদিকে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১৫ হাজারের আশেপাশে। অর্থাৎ, মৃত্যুর তুলনায় সুস্থতার পরিমাণ কয়েকগুণ বেশি। WHO বলছে সরকারি হিসেবে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৪০ হাজারের কাছাকাছি মানুষ। অর্থাৎ, প্রত্যেক ৭ জন আক্রান্তের মধ্যে ২ জন পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছেন। ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়লেও সুস্থতার সংখ্যাটাও আশপ্রদ। মৃত্যুর তুলনায় এদশেও সুস্থতার সংখ্যাটাই বেশি। এই পরিসংখ্যান ক্রমশ আশা জাগাচ্ছে চিকিৎসকদের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: করোনা আতঙ্কে ত্রস্ত আরও এক রাষ্ট্রনেতা, কোয়ারেন্টাইনে জার্মান চ্যান্সেলর]

WHO আগেই জানিয়েছে করোনার সংক্রমণের গতির তুলনায় এতে মৃত্যুর হার একেবারেই উদ্বেগজনক নয়। করোনায় মৃত্যুর হার ২ শতাংশেরও কম। তাছাড়া ৮৫ শতাংশ আক্রান্তের মধ্যে এর প্রভাব একেবারেই নগণ্য। শুধু সচেতনতার প্রসার ঘটাতে পারলেই এই রোগকে রুখে দেওয়া সম্ভব। তবে এত আশার কথার মধ্যেও উদ্বেগ বাড়াচ্ছে আক্রান্তের সংখ্যা। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যাটা সত্যিই উদ্বেগজনকভাবে বাড়ছে। যা নিয়ন্ত্রণ করতে আরও কড়া পদক্ষেপ নিতে হবে আক্রান্ত দেশগুলিকে। সচেতন করতে হবে নাগরিকদের।এ বিষয়ে ভারতের মতো দেশগুলির সত্যিই প্রশংসা প্রাপ্য।

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ