Advertisement
Advertisement

বিশ্বে ৮৮ লক্ষ মানুষ করোনা আক্রান্ত, মৃত্যু সাড়ে চার লক্ষের বেশি, তথ্য দিল WHO

কয়েকটি দেশের করোনা সংক্রমণ চিন্তা বাড়াচ্ছে, বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

8.8milion people are Corona positive in the world, 465000 death according to WHO

ফাইল ফটো

Published by: Sucheta Chakrabarty
  • Posted:June 22, 2020 9:23 am
  • Updated:June 22, 2020 11:05 pm

ভারতে আনলক ওয়ান শুরু হওয়ার পর ২১ দিন কেটে গিয়েছে। আর এর মধ্যে প্রতিদিনই করোনা সংক্রমণের নিত্যনতুন রেকর্ড গড়ছে দেশ। শনিবার সকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লক্ষ ২৫ হাজার ২৮২এ। মৃত্যু হয়েছে ১৩,৬৯৯জনের। পশ্চিমবঙ্গে করোনা (Coronavirus) আক্রান্ত ১৪,৩৫৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৬৯ জনের। করোনা সংক্রান্ত সমস্ত আপডেট:

রাত ১০.৫০: বিশ্বে করোনায় আক্রান্ত ৮৮ লক্ষ মানুষ। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৫ হাজার মানুষের। তথ্য দিলেন WHO’র ডিরেক্টর টেডরোজ আধানম ঘেব্রিয়েসুস।

Advertisement

রাত ১০.০২: পাকিস্তানের তিন ক্রিকেটার করোনায় আক্রান্ত। হায়দার আলি, হরিশ রউফ, শাদাব খানের COVID-19 পরীক্ষার রিপোর্ট পজিটিভ, নিশ্চিত করল পিসিবি। তাঁদের কারওরই কোনও উপসর্গ ছিল না বলে খবর।

রাত ৯.৪০: করোনায় সংকটাপন্ন রোগীদের জন্যই শুধুমাত্র ডেক্সামিথাজোন ব্যবহারের অনুমতি দিল WHO.

রাত ৯: মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি একইরকম উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় ৩৭২১ জন নতুন করে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৬২ জনের। উদ্ধবের রাজ্যে মোট করোনা পজিটিভ ১,৩৫,৭৯৬।

রাত ৮.৪৬: পাটনা এইমসে আত্মঘাতী এক করোনা রোগী। খবর পেয়ে তদন্তে নামল পুলিশ। কী কারণে আত্মহত্যা, খতিয়ে দেখতে শুরু তদন্ত।

রাত ৮.২০: যোগীরাজ্যে ফের করোনা পরিস্থিতির করুণ চিত্র। আগ্রায় সরকারি হাসপাতালে ভরতি হওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ২৮ জন করোনা রোগীর মৃত্যু। তদন্তের নির্দেশ প্রশাসনের।

সন্ধে ৭.৪৬: রাজ্যে ফের সংক্রমণের হার উর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ৪১৩ জন, মৃত্যু হয়েছে ১৪ জনের। এনিয়ে রাজ্যে মোট করোনা পজিটিভ ১৪৩৫৮। মৃতের সংখ্যা ৫৬৯।

সন্ধে ৬.২০: আজ রাত ৯টা থেকে বুধবার দুপুর ২ টো পর্যন্ত পুরীতে সম্পূর্ণ লকডাউন ঘোষণা। করোনা আবহে রথযাত্রা উৎসবে সাবধানতা অবলম্বনে এই সিদ্ধান্ত ওড়িশা সরকারের।

সন্ধে ৬: করোনা পরিস্থিতিতে দিল্লিকে সাহায্যের হাত বাড়াল ফ্রান্স। ২০০ মিলিয়ন ইউরো ঋণদানের সিদ্ধান্ত। তার আগে দিল্লির খাদ্যমন্ত্রীকে নিয়ে রেশন দোকান পরিদর্শন ফরাসী রাষ্ট্রদূত ইমানুয়েল লেনাঁর।

বিকেল ৫. ২৭: আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে পাঠানো হল দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে।

বিকেল ৫. ০০: বাংলাদেশে একদিনে করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ১, ৫০২ জন।

বিকেল ৪. ৩০: হোম আইসোলেশনে থাকা করোনা রোগীদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য পালস অক্সিমিটার দেওয়া হবে বলে জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 

বিকেল ৪. ০৭: শর্তসাপেক্ষে শুধুমাত্র পুরীতে রথযাত্রার অনুমতি দিল সুপ্রিম কোর্ট। 

দুপুর ৩. ৪৫:  সংক্রমণের ভয়ে ২০২১ এর মহাকুম্ভ মেলা নিয়ে এখন থেকেই চিন্তায় অখিল ভারতীয় আখাড়া পরিষদ। 

দুপুর ২. ২০:  ৩০ জুন থেকে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কামাখ্যা মন্দিরের দরজা।

দুপুর ২. ০৩: বুধবার নবান্নে সভাঘরে সর্বদল বৈঠকের ডাক দেওয়া হয়। বিধানসভায় স্পিকারের ঘরে বৈঠকের জায়গা না থাকায় পরে স্পিকার মুখ্যমন্ত্রীকে নবান্নের সভাঘরে বৈঠক ডাকতে অনুরোধ করেন।

দুপুর ১. ২৬: জনগনের উপস্থিতি ছাড়াই অনুষ্ঠিত হতে পারে জগন্নাথ দেবের রথযাত্রা, সুপ্রিম কোর্টকে জানায় কেন্দ্র। 

দুপুর ১২. ৫০: করোনায় আক্রান্ত হয়ে গোয়ায় প্রথম মৃত ৮৫ বছরের এক বৃদ্ধা। তাঁর হাঁপানি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপজনিত সমস্যা ছিল বলে জানা যায়।

বেলা ১১. ৫০: ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৫ জন পুলিশর কর্মীর শরীরে মিলল করোনা ভাইরাসের সন্ধান। আক্রান্ত হয়ে মৃত ১। 

সকাল ১০. ৩০: করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।

সকাল ০৯. ৩৬: ২৪ ঘণ্টায় দেশে ১৪ হাজার ৮২১ জনের শরীরে মিলল করোনা আক্রান্তের সন্ধান।  ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪ লক্ষ, ২৫ হাজার২৮২ জন। করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪৪৫ জন। ফলে মৃতের সংখ্যা বেড়ে হল ১৩ হাজার ৬৯৯ জন।

সকাল ০৯. ১৫: দিল্লিতে পুলিশ, সিভিক ভলিন্টিয়ারদের উপরে হামলা কন্টেনমেন্ট জোনের বাসিন্দাদের।

সকাল ০৮. ১০: উত্তরপ্রদেশের কানপুরে মেয়েদের একটি সরকারি হোমে ৫৭ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের নমুনা।

সকাল ০৮. ০০: পুরীর রথযাত্রা নিয়ে আজ সুপ্রিম কোর্টের সিঙ্গল বেঞ্চে শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ