সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এই সপ্তাহের টিআরপি রেটিংয়ে বাংলা ছোটপর্দার তৃতীয় জনপ্রিয় মেগা সিরিয়াল ‘ভজ গোবিন্দ’। প্রথমদিন থেকেই এই ধারাবাহিক উঠে এসেছে দর্শকদের পছন্দের তালিকায়। মেগার প্রধান দুই মুখ্য চরিত্র ডালি ও গোবিন্দ। তাঁদের নিয়েই সিরিয়ালের গল্প। দেখতে দেখতে ১০০ দিন পার করে ফেলল এই মেগা সিরিয়াল। সেটে কেক কেটে তারই সেলিব্রেশনে মেতেছিল গোটা টিম। সোশ্যাল সাইটে সেই ছবিই পোস্ট করেছেন ডালি অর্থাৎ স্বস্তিকা দত্ত।
[ফের প্রেমে পড়েছেন শুভশ্রী! এবার কার?]
‘ভজ গোবিন্দ’র গোবিন্দের চরিত্রটা অনেকটাই যেন তৈরি ‘গল্প হলেও সত্যি’ ছবির রবি ঘোষের চরিত্রের আদলে। পোশাক অনন্ত সেরকমটাই। কিন্তু গল্পের সঙ্গে কোনও মিল নেই তার। গোবিন্দ চাকর হিসাবে আসে ডালির বাড়ি। বড়লোক দাদুর একমাত্র নাতনি ডালি কারওর কথাই শোনে না। তাকে সোজা পথে আনতেই বাড়িতে গোবিন্দকে নিয়ে আসেন ডালির দাদু অর্থাৎ দীপঙ্কর দে। তারপর অনেক ঘটনার মধ্যে দিয়ে এগোয় গল্প। আপাতত ডালির সঙ্গে সংসার করছে গোবিন্দ। গোবিন্দকে মন থেকে মেনে নিতে না পারলেও দাদুর জ্বালায় তাঁর সঙ্গেই রয়েছে ডালি। তাকে নানা বিপদ থেকে রক্ষা করছে তার সবথেকে অপছন্দের এই মানুষটি। কিন্তু কে এই গোবিন্দ, কী তার আসল পরিচয়? ১০০ এপিসোড পেরিয়েও সে রহস্য আঁধারেই রয়ে গিয়েছে। গোবিন্দর চরিত্রে রোহন ভট্টাচার্য ও ডালির চরিত্রে স্বস্তিকা দত্তকে দর্শক কতটা পছন্দ করছেন, সিরিয়ালের টিআরপিই তার উদাহরণ। ১০০ দিন পার করে এরপর কী চমক আসে এই মেগায়, এখন তাই দেখার।
[ট্রেলারেই দুর্গাপুজোর আমেজ নিয়ে হাজির অঙ্কুশ-নুসরত]
ছবি সৌজন্য : স্বস্তিকা দত্ত (ফেসবুক পেজ)