Advertisement
Advertisement

Breaking News

Oscar 2022

অস্কারের শর্টলিস্টে জায়গা করে নিল ভারতীয় ছবি ‘ছেল্লো শো’, তালিকায় রয়েছে ‘RRR’ ছবিও

সম্প্রতি মৃত্যু হয়েছে 'ছেল্লো শো' ছবির এক শিশু শিল্পীর।

95th Oscars Shortlists Announced for 10 Categories | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 22, 2022 3:20 pm
  • Updated:December 22, 2022 3:24 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবারের অস্কারের সেরা আন্তর্জাতিক ছবির শর্টলিস্টের তালিকায় জায়গা করে নিল গুজরাটি ছবি ‘ছেল্লো শো’। অ্যাকাডেমি পুরস্কার অনুষ্ঠানে সেরা আন্তর্জাতিক কাহিনিচিত্র বিভাগে প্রতিযোগিতায় শামিল হয়েছে ভারতের এই ছবি। তবে অস্কারের উইশলিস্টের তালিকায় রয়েছে এস এস রাজা মৌলীর ছবি ‘আর আর আর’।

গুজরাটের একটি ছোট্ট গ্রামের গল্প উঠে আসবে এই ছবিতে। ছবির মূল চরিত্রে এক কিশোর। তবে এই ছবির মূল বিষয়বস্তু হল, কীভাবে ডিজিটাল মাধ্যম আসার পরে সেলুলয়েড আস্তে আস্তে হারিয়ে গিয়েছে। তার মধ্যেও কীভাবে একজন সেলুলয়েডের প্রেমে পড়েছে, তা নিয়েই এই ছবির গল্প। এই ছবির মধ্যে দিয়ে পরিচালক ধরতে চেয়েছেন এক যুগের অবসান ও আরেক যুগের শুরু।

Advertisement

[আরও পড়ুন: জমে উঠেছে সিনে উৎসব, বৃহস্পতিবার কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখবেন কোন ছবি?]

সংবাদমাধ্যমকে পরিচালক জানিয়েছেন, “আমি ভাবতেই পারছি না! দারুণ লাগছে আমার। আসলে আমার এই ছবি সিনেমার কথা বলে। সিনেমার ভাষা, টেকনোলজি বদলে যাওয়ার কথা বলে। দেশ, বিদেশে প্রচুর প্রশংসা পেয়েছে এই ছবি। এবার দেখা যাক অস্কার জয় করতে পারে কিনা। ফেডারেশনকে ধন্যবাদ এই ছবিকে বেছে নেওয়ার জন্য।”

Advertisement

অন্যদিকে, বয়স মাত্র ১০ বছর। জীবন ছিল অনেকটাই বাকি। কিন্তু এই বয়সেই অস্কারে দৌড়ে থাকা গুজরাটি ছবি ছেল্লো শো-তে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে নিয়েছিল শিশু শিল্পী রাহুল কোলি। এমনকী, ছবিটি গোটা দেশে মুক্তি পাওয়ার কথা ছিল ১৪ অক্টোবর। কিন্তু এসবের মাঝেই লিউকেমিয়ায় প্রাণ হারাল ছোট্ট রাহুল। গুজরাটের ক্যানসার রিসার্চ সেন্টারে জীবন যুদ্ধে হার মানল ছোট্ট প্রাণ। হাজাকর স্বপ্ন চোখে নিয়েই চলে গেল রাহুল কোলি।

‘ছেল্লো শো’ ছবির ৬ শিশু শিল্পীর মধ্যে অন্যতম ছিল রাহুল। গুজরাটের জামনগরের হাপা গ্রামেই রাহুলের পরিবার। রাহুলের বাবা পেশায় অটোরিকশা চালক। তাঁর কথায়, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিল। কিন্তু এরকমটা হবে তা বুঝতে পারিনি। কাঁদতে কাঁদতে রাহুলের বাবা জানান, ”ছেলের সিনেমাটা সবাই মিলে দেখতে যাব।” রাহুলের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ছেল্লো শো ছবির গোটা টিম।

[আরও পড়ুন: ‘সঠিক সম্মান দেওয়া হয়নি’, ফিল্ম ফেস্টিভ্যালে মিঠুনের আমন্ত্রণ না পাওয়া নিয়ে ক্ষোভ দেবশ্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ