Advertisement
Advertisement

Breaking News

Aamir Khan Dunki

‘সাফল্য পায়ে লুটিয়ে পড়ুক’, ‘ব়্যাঞ্চো’ স্টাইলে রাজু-শাহরুখের ‘ডাঙ্কি’কে শুভেচ্ছা আমিরের

'ডাঙ্কি'তে দুই বন্ধুর ম্যাজিক দেখতে মরিয়া আমির খান।

Aamir Khan Congratulates Rajkumar Hirani, Shah Rukh Khan for Dunki | Sangbad Pratidin

রাজকুমার-শাহরুখকে শুভেচ্ছা আমিরের (ফাইল ছবি)

Published by: Sandipta Bhanja
  • Posted:December 20, 2023 3:10 pm
  • Updated:December 20, 2023 4:59 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “আমির খানের ‘থ্রি ইডিয়টস’-এর থেকে একশো গুণ ভালো শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘ডাঙ্কি'”, দিন কয়েক আগেই জনপ্রিয় কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া এমন মন্তব্য নিয়ে বিটাউনের অন্দরে চর্চা শুরু হয়েছিল। তবে সেসব কথায় কান না দিয়ে টিম ‘ডাঙ্কি’কে (Dunki) ‘ব়্যাঞ্চো’ স্টাইলে শুভেচ্ছা জানালেন আমির খান (Aamir Khan)।

২০০৯ সালে রাজকুমার হিরানির ( Rajkumar Hirani) পরিচালনায় ‘থ্রি ইডিয়টস’-এর মতো ব্লকবাস্টার ফিল্ম উপহার দিয়েছিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। বলিউড ইন্ডাস্ট্রিতে সেই পরিচালকের ২০ বছর পূর্তি উপলক্ষে শুভেচ্ছা জানাতে ভুললেন না আমির। উপরন্তু রাত পোহালেই মুক্তি পাচ্ছে প্রিয় বন্ধু রাজুর বহু প্রতীক্ষিত সিনেমা ‘ডাঙ্কি’। যে ছবিতে আবার অভিনয় করছেন শাহরুখ খান। তার সঙ্গেও বেশ সুসম্পর্ক আমিরের। কিছুতেই যেন উত্তেজনা বাঁধ মানছে না তাঁর! ‘ব়্যাঞ্চো’র ভিডিও বার্তাতেই ধরা পড়ল সেই উন্মাদনা।

Advertisement

রাজকুমার হিরানিকে শুভেচ্ছা জানিয়ে আমিরের মন্তব্য, “আমার অন্যতম প্রিয় পরিচালক রাজু ইন্ডাস্ট্রিতে ২০ বছর পূর্ণ করে ফেলল। শাহরুখ আর তুমি একসঙ্গে ‘ডাঙ্কি’তে যে ম্যাজিক তৈরি করেছো, সেটা দেখার জন্য আমরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছি। অসংখ্য শুভেচ্ছা তোমাদের। সাফল্য তোমার পায়ে লুটিয়ে পড়ুক। কারণ তুমি গুণীর কদর করতে জানো। অনেকটা ভালোবাসা।”

Advertisement

[আরও পড়ুন: ‘দৌড়ে দৌড়ে আসছি…! ধন্যবাদ কলকাতা’, ‘ডাঙ্কি’ মুক্তির আগে আদুরে বার্তা শাহরুখের]

‘ডাঙ্কি’ পরিচালক রাজকুমার হিরানিকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর ‘সঞ্জু’ অভিনেতা রণবীর কাপুরও। ভিডিও বার্তায় ‘অ্যানিম্যাল’ তারকা বলেন, ” সিনেইন্ডাস্ট্রিত আপনার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। আমি হলফ করে বলতে পারি আপনার মতো আরেকটা ভালো মানুষ হয় না- এতটা বিনম্র, ভালো, কঠোর পরিশ্রমী।” আর ‘ডাঙ্কি’র ‘ক্যাপ্টেন অফ দ্য শিপ’কে বাহবা দিয়ে শাহরুখের মন্তব্য, “আপনার সিনেমা দেখেই এই প্রজন্ম বড় হয়েছে। সে ‘মুন্না ভাই’, ‘পিকে’ হোক কিংবা ‘থ্রি ইডিয়টস’, লিস্ট আরও লম্বা…।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rajkumar Hirani Films (@rhfilmsofficial)

[আরও পড়ুন: ‘ডাঙ্কিতে দারুণ চমক, আজ অবধি দেখেননি’, চ্যালেঞ্জ শাহরুখের! কিং ম্যাজিকে মুগ্ধ দুবাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ