Advertisement
Advertisement
বব বিশ্বাস

আমিরের পর অভিষেক বচ্চন, ‘বব বিশ্বাস’-এর শুটিংয়ে কলকাতায় আসছেন অভিনেতা!

নভেম্বরেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছেন সুজয় ঘোষ।

Abhishek Bachchan to come in Kolkata for his upcoming film ‘Bob Biswas’
Published by: Sandipta Bhanja
  • Posted:January 4, 2020 5:48 pm
  • Updated:September 10, 2020 1:44 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সালটা ২০১০। ‘কাহানি’র শুটিং করতে কলকাতায় এসেছিলেন পরিচালক সুজয় ঘোষ। এবার ফের আসছেন। নেপথ্যে ‘কাহানি’র প্রিক্যুয়েল ‘বব বিশ্বাস’। আজ্ঞে, সুজয়ের ফ্রেমে আবার দেখা যাবে কলকাতার অলি-গলি। ফের ক্যামেরা, শুটিং টিম নিয়ে শহরের বুকে ঘোরাঘুরি করবেন সুজয় ঘোষ। তবে চমকপ্রদ খবর হল, টলিউডের বেশ কিছু জনপ্রিয় মুখকে দেখা যাবে ‘বব বিশ্বাস’-এর গুরুত্বপূর্ণ চরিত্রে।

সুজয় ঘোষ পরিচালিত ‘কাহানি’র অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র বব বিশ্বাসকে নিশ্চয় মনে আছে? চোখে চশমা সাঁটা, সাদামাটা ময়লা জামাকাপড়, অগোছালো চুল, আদ্যোপান্ত ছাপোষা মধ্যবিত্ত এক বাঙালি। দেখতে নিপাট ভদ্রলোক হলেও একজন সিরিয়াল কিলার। আগেই শোনা গিয়েছিল, ‘কাহানি’র এই আইকনিক চরিত্র বব বিশ্বাসকে নিয়ে ছবি তৈরি করছেন সুজয় ঘোষ। তবে তিনি এবার আর পরিচালকের আসনে নন, বরং প্রযোজনায় নেমেছেন। পরিচালনা করছেন সুজয়-কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ। এই ছবি দিয়েই বলিউডে হাতেখড়ি হবে তাঁর। উপরন্তু মুখ্য চরিত্রে শাশ্বত নয়, বরং বব বিশ্বাসের ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। এবার জানা গেল কবে থেকে শুরু হচ্ছে ‘বব বিশ্বাস’-এর শুটিং।

Advertisement

[আরও পড়ুন: কৌশিকের ছবিতে কৌশিক, মুখ্য দুই নারীচরিত্রে চূর্ণী-জয়া ]

নভেম্বরেই কলকাতায় এসে রেইকি সেরে গিয়েছেন সুজয় ঘোষ। টুইটারে কালীঘাট মেট্রো স্টেশনের ছবি শেয়ার করে তার আভাস দিয়েছিলেন সুজয়। এবার শুটিং করতে আসছেন। সূত্রের খবর বলছে, সব ঠিক থাকলে জানুয়ারি মাসেরই ২০ তারিখে ‘বব বিশ্বাস’-এর টিম নিয়ে শহরে পা রাখছেন অভিষেক বচ্চন। কলকাতাতেই ২১ দিনের শিডিউলে হবে শুটিং।

Advertisement

গতবছর নভেম্বর মাসেই রেড চিলি এন্টারটেইনমেন্টসের কর্ণধার তথা প্রযোজক শাহরুখ খান ঘোষণা করেছেন যে বব বিশ্বাসের চরিত্রে অভিনয় করবেন অভিষেক বচ্চন। যে কারণে নেটিজেনরা ঘোর আপত্তি তুলেছেন। জোর সমালোচনাও করেছেন। শাশ্বত চট্টোপাধ্যায় থাকতে কেন অভিষেককে বেছে নেওয়া হল? প্রশ্ন তুলেছেন অনেকেই। আসলে, শাশ্বত অভিনীত বব বিশ্বাস এখনও গেঁথে রয়েছে দর্শকমনে। আর তাই বোধহয় বব বিশ্বাসের মতো একটা চরিত্রে কিছুতেই অভিষেক বচ্চনকে মেনে নিতে পারছেন না নেটিজেনদের একাংশ! 

[আরও পড়ুন: পর্দায় প্রত্যাবর্তন, ‘অসুর’-এর জন্য সাংসদ নুসরতকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী থেকে মেয়রের ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ