সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-জলের রাতে হঠাৎই খুন হয়ে যান এক বৃদ্ধা। রহস্যজনক মৃত্যু। বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে বাড়িরই পরিচারিকা। যে কিনা বৃদ্ধার দেখাশোনা করত। কিন্তু কীভাবে খুন হলেন তিনি? ঘনীভূত সেই রহস্যের ঝলক দেখা গেল ‘আগন্তুক’-এর টিজারে।
খাস শহরের বুকে বয়স্ক মানুষদের রহস্যজনক খুন বোধহয় সত্যি সত্যিই ভাবিয়ে তুলেছে টলিউডের পরিচালকদেরও। আর সেই ভাবনা তাঁদের ছবির বিষয়বস্তুর মধ্য দিয়েই প্রকাশ পাচ্ছে। শিবপ্রসাদ-নন্দিতার ছবি ‘গোত্র’তেও ধর্ম-ভেদাভেদের পাশাপাশি এই বিষয়বস্তুকে তুলে ধরা হয়েছে। সুরকার ইন্দ্রদীপ দাশগুপ্ত’র দ্বিতীয় ছবি ‘আগন্তুক’-এর বিষয়বস্তুও এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করেই এগিয়েছে। বৃদ্ধার ভূমিকায় সোহিনী সরকার। টিজারের পরতে পরতে মিলল রহস্য-রোমাঞ্চের স্বাদ। সোহিনীর সঙ্গে দেখা গেল আবির চট্টোপাধ্যায়কেও।
গতবছরই ‘আগন্তুক’-এর ঘোষণা করেছিলেন ইন্দ্রদীপ। এবার প্রকাশ্যে এল সেই ছবির প্রথম ঝলক। কুঞ্চিত ত্বক, পাক ধরা চুল, চোখে চশমা, চেহারায় বার্ধ্যকের ছাপ। এমন অবতারেই দেখা গেল সোহিনী সরকারকে। ‘আগন্তুক’-এর কাহিনি কীরকম? প্রৌঢ়া মহিলাকে নিয়ে গল্প। যাঁর নাম শোভারানী বসু। হঠাৎ এক সকালে নিজের ফ্ল্যাটে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। গল্পের শুরু এখান থেকেই। এটা কি খুন না আকস্মিক দুর্ঘটনা? গল্প এগনোর সঙ্গে সঙ্গে খুলবে সেই রহস্যের জট। তরুণী, মধ্যবয়স্কা এবং প্রৌঢ়া- জীবনের এই ৩টি পর্যায়েই দেখা যাবে সোহিনীকে। ব্যোমকেশের পর ফের জুটি বাঁধলেন আবির ও সোহিনী।
[আরও পড়ুন: এবার মুখোমুখি ফেলুদা-শল্যজিৎ, নতুন গোয়েন্দা কাহিনিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ]
‘কেদারা’র পর এবার থ্রিলার ঘরানায় হাত পোক্ত করলেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। থ্রিলার যে বাঙালি সিনেদর্শকরা এখন বেশ চেটেপুটেই উপভোগ করছেন, তা বক্স অফিসে উপচে পড়া সাফল্য দেখলেই বোঝা যায়। অতঃপর প্রথম ছবিতেই যিনি জাতীয় পুরস্কার জিতে বাজিমাত করেছেন, তাঁর দ্বিতীয় ছবি নিয়ে যে দর্শকদের খানিক উৎসাহ এবং কৌতূহল থাকবে, তা বলাই যায়। উপরন্তু যোগ হয়েছে ‘থ্রিলার ফ্যাক্টর’। ব্যস! রহস্য-রোমাঞ্চে ভরপুর ‘আগন্তুক’-এর প্লট, বাঙালি সিনেদর্শকদের জন্য নয়া উপহার। তবে অপেক্ষা একটু দীর্ঘায়িতই হবে। কারণ, ইন্দ্রদীপ দাশগুপ্তের ‘আগন্তুক’ প্রেক্ষাগৃহে আসছে চলতি বছরেরই এপ্রিল মাসে।
আবীর এবং সোহিনি ছাড়াও অভিনয় করছেন সুজন মুখোপাধ্যায়, মৌসুমী, দেবলীনা কুমার এবং দামিনী বেনী বসু। সংগীত পরিচালনা করেছেন পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত নিজেই। চিত্রনাট্য লিখেছেন পদ্মনাভ দাশগুপ্ত এবং ক্যামেরার নেপথ্যে শীর্ষ রায়।
[আরও পড়ুন: সম্প্রীতির ভারত, দুঃসময়ে রবিনা টন্ডনের পাশে অটোচালক ‘আরশাদ চাচা’]
Here comes the teaser for my next, #Agantuk, by @iindraadip co-starring @sohinisarkar01@SundayEntertain @hijbjjibij pic.twitter.com/XkhIjPBS5g
— Abir Chatterjee (@itsmeabir) February 28, 2020