Advertisement
Advertisement

Breaking News

Alec Baldwin

‘বলুন ফ্রি প্যালেস্টাইন’, কফি শপে অ্যালেক বল্ডউইনের উপর চড়াও মহিলা!

অভিযুক্ত মহিলার ফোনও কেড়ে নিয়েছেন অভিনেতা!

Alec Baldwin smacks anti-Israel protestor's phone
Published by: Akash Misra
  • Posted:April 23, 2024 5:05 pm
  • Updated:April 23, 2024 6:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিকেল বেলা কফি শপে গিয়েছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। নিজের মতো সময় কাটাচ্ছিলেন। আচমকাই কফি শপে হাজির এক মহিলা। মোবাইল ক্যামেরা অন করে অভিনেতার উপর চড়াও হলেন মহিলা। স্পষ্ট অভিনেতাকে বললেন, ”আগে বলুন ফ্রি প্যালেস্টাইন, তারপর আপনাকে ছাড়ব।”

প্রথম থেকেই ইজরায়েলের সমর্থনে গর্জে উঠেছেন অভিনেতা। বহুবারই তাঁর মুখে শোনা গিয়েছে প্যালেস্টাইন বিরোধী বক্তব্য। কফি শপের মহিলা যেন সেই বক্তব্য়েই সামনে নিয়ে এসেছেন। শুধু তাই নয়, অভিযুক্ত মহিলা প্রসঙ্গ টেনেছেন রাস্ট ছবির শুটিংয়ে অভিনেতার বন্দুকের গুলিতে সিনেম্যাটোগ্রাফারের আহত ও মৃত্যর ঘটনাকেও। মহিলার দাবি, সিনেম্যাটোগ্রাফারকে খুন করেছেন অভিনেতা।

Advertisement

[আরও পড়ুন: জঙ্গিদের টার্গেট! নিরাপত্তা বাড়ছে মুখ্যমন্ত্রী ও অভিষেকের]

সোশাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে অভিনেতা অ্য়ালেক রেগে আগুন এবং মহিলার আচরণে বিরক্ত হয়ে ফোনও কেড়ে নিলেন।

Advertisement

প্রসঙ্গত, ২০২১ সালের অক্টোবর মাসে নিউ মেক্সিকোতে অ্যালেক বল্ডউইনের নতুন ছবি রাস্ট শুটিং চলছিল। মেকআপ ভ্যান থেকে নেমে শুটিং স্পটে হাজির হন অ্যালেক বল্ডউইন। ততক্ষণে টেকনিশিয়নরা তৈরি শুটিংয়ের জন্য। একটি অ্যাকশন দৃশ্যের শুটিংয়ের সময়ই হঠাৎ খেলনা বন্দুকের হাতে নিয়ে গুলি চালালেন অ্যালেক বল্ডউইন। সঙ্গে সঙ্গে ছবির মহিলা চিত্রগ্রাহক গালিনা হাচিন্স মাটিতে লুটিয়ে পড়লেন। গালিনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ।

[আরও পড়ুন: চরম গরমে প্রিয় পোষ্যকে সুস্থ রাখবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ