Advertisement
Advertisement
Chanchal Choudhury

‘গঙ্গা আমার মা…’, ‘বিদ্বেষ’ ভুলিয়ে চঞ্চলের কণ্ঠে ঐক্যের সুর, মুগ্ধ শ্রোতা হাসিনা

বিতর্ক থামাতে ভূপেন হাজারিকার গানের শরণাপন্ন চঞ্চল!

Actor Chanchal Choudhury facebook video goes Viral | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:December 2, 2023 11:03 am
  • Updated:December 2, 2023 11:35 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকা গেয়েছিলেন “গঙ্গা আমার মা, পদ্মা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা- মেঘনা-যমুনা।” এই গানের সুরে দুই বাংলার বন্ধনকে আরও শক্ত করে বেঁধেছিলেন গায়ক। আর এবার ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চলের কণ্ঠে শোনা গেল সেই ঐক্যের গান।

বিশ্বকাপ ফাইনালে ভারতের হার দেখে উচ্ছ্বসিত হয়েছিল ওপার বাংলার একাংশ। সোশাল মিডিয়ায় তা নিয়ে হইচই পড়ে গিয়েছিল। এই নিয়ে মুখ খুলে বিতর্কেও জড়িয়ে ছিলেন চঞ্চল। সেই বিতর্ককে থামাতেই হয়তো এই গানকে ঢাল বানালেন অভিনেতা। অন্তত এমনটাই মনে করছে নেটপাড়া। 

Advertisement

ওপার বাংলায় এখন নির্বাচনের মরশুম। দেশের সিংহাসন নিজের হাতে রাখতে মরিয়া আওয়ামি লিগ তথা শেখ হাসিনা। রবিবার ছিল প্রার্থীদের নাম ঘোষণা। চঞ্চল চৌধুরী সেই অনুষ্ঠানের একটি ভিডিও তাঁর ফেসবুকে শেয়ার করেছেন। যেখানে দেখা গেল শেখ হাসিনার সামনেই তিনি গান গাইছেন গঙ্গা আমার মা…। চঞ্চলের মুখে এই গান শুনে আপ্লুত হাসিনাও।

Advertisement

[আরও পড়ুন: ‘কড়ক সিং’ হিসেবে পঙ্কজ ত্রিপাঠীকে পাওয়া কতটা কঠিন ছিল? জানালেন অনিরুদ্ধ]

ওপার বাংলার পাশাপাশি টলিউড ইন্ডাস্ট্রিতেও একাধিক কাজ করেছেন চঞ্চল। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মৃণাল সেনের বায়োপিকে মুখ্যচরিত্রে অভিনয় করেছেন। এবার প্রতিবেশী ভারতের হারে বাংলাদেশের এই অযথা উল্লাস নিয়ে আজ তক বাংলার কাছে চঞ্চলের মন্তব্য, “খেলাকে আর মানুষ শুধু মাঠের মধ্যেই সীমাবদ্ধ রাখছে না। এটাই আমার খারাপ লাগার জায়গা। খেলাতে হার-জিত থাকেই, তবে সেটার ফলে এমন হিংসার ছবি প্রকাশ্যে আসা কাম্য নয়। বাংলাদেশে অনেক ভারত বিদ্বেষী আছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। সে রাজনীতি হোক কিংবা খেলা। সবক্ষেত্রেই। এটা বাস্তব। সব দেশেই এমন থাকে। বাংলাদেশেও আছে।”

[আরও পড়ুন: শুধু যুদ্ধ নয়, যোদ্ধার গল্প ‘স্যাম বাহাদুর’, ভিকি কৌশল একাই একশো]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ