Advertisement
Advertisement
Kartik Aaryan

আল্লু অর্জুনের ছবি হিন্দিতে মুক্তি নয়, প্রযোজককে হুমকি দিলেন কার্তিক আরিয়ান!

দক্ষিণী ছবি 'পুষ্পা'র সাফল্য দেখে কি ভয় পাচ্ছে বলিউড?

Actor Kartik Aaryan threatened to quit Shehzada if Allu Arjun's movie released in Hindi | Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:January 25, 2022 2:28 pm
  • Updated:January 25, 2022 2:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতকালই ‘পুষ্পা’ ছবির সাফল্যকে টেনে কঙ্গনা রানাউত সোশ্যাল মিডিয়ায় বলিউডের বিরুদ্ধে তোপ দেগেছিলেন। স্পষ্টই জানিয়ে ছিলেন ঠিক কী কী কারণে, বলিউডের কাঁধে নিশ্বাস ফেলছে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। কঙ্গনার সেই কথা যে একেবারেই মিথ্যে নয়, তা যেন প্রমাণ করলেন বলিউডের হ্যান্ডসাম অভিনেতা কার্তিক আরিয়ান। তবে কঙ্গনার মতো সোশ্যাল মিডিয়ায় নয়, বরং প্রযোজকের মুখের ওপর জানিয়ে দিলেন আল্লু অর্জুনের ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’ হিন্দিতে মুক্তি পেলে এই ছবির রিমেক থেকে সরে যাবেন কার্তিক!

২০২০ সালে মুক্তি পায় আল্লু অর্জুন অভিনীত তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’ (Ala Vaikunthapurramuloo)। বক্স অফিসে এই ছবি সফল হওয়ায় নির্মাতা ঠিক করেন হিন্দি ডাবিং রিলিজ করাবেন গোটা দেশে। আল্লু অর্জুনের এই ছবির হিন্দি রিমেকই তৈরি হতে চলেছে। যেখানে দেখা যাবে কার্তিক আরিয়ান ও কৃতী স্যাননকে। হিন্দি রিমেকের নাম ‘শেহজাদা’। চলতি বছরের নভেম্বর মাসে এই ছবি মুক্তি পাওয়ার কথা। এখানেই আপত্তি কার্তিকের। জানা গিয়েছে, কার্তিক নাকি ছবির প্রযোজকদের হুমকি দিয়েছেন, হিন্দি ডাবিং মুক্তি পেলে তিনি রিমেকে অভিনয় করবেন না।

Advertisement

Advertisement

[আরও পড়ুন: কোচবিহার থেকে যাচ্ছে বিশেষ তত্ত্ব, মদনমোহনের পুজো দিয়ে শুরু মৌনির বিয়ের অনুষ্ঠান]

এই ছবির হিন্দি সংস্করণের স্বত্ব কিনেছিল গোল্ডমাইন টেলিফিল্মস। এর কর্ণধার মণীশ শাহ সম্প্রতি এক সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ‘কার্তিকের এরকম আচরণ অপেশাদারিত্বেরই পরিচয় দেয়। কারণ, ইতিমধ্যেই এই ছবির রিমেক নিয়ে প্রচুর অর্থ খরচ হয়েছে। কার্তিক এই রিমেক থেকে সরে গেলে প্রায় ৪০ কোটি টাকার ক্ষতি হবে। কার্তিকের এই ধরনের হুমকি দেওয়া একেবারেই উচিত হয়নি।’

অন্যদিকে এই ঘটনায় কার্তিকের হয়ে মুখ খুললেন হিন্দি রিমেকের প্রযোজক ভূষণ কুমার। তিনি জানিয়েছেন, ‘কার্তিক মোটেই অপেশাদার নয়। কার্তিক খুবই পরিশ্রমী একজন অভিনেতা। কার্তিকের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তোলা হচ্ছে।’

[আরও পড়ুন: বছর না ঘুরতেই মোহভঙ্গ, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি সেনগুপ্ত]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ