BREAKING NEWS

৮ চৈত্র  ১৪২৯  বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ 

READ IN APP

Advertisement

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা, নেটদুনিয়ায় শোরগোল

Published by: Sandipta Bhanja |    Posted: February 21, 2020 5:42 pm|    Updated: February 21, 2020 5:42 pm

Actor Shatrughan Sinha Spotted In Pakistan’s Lahore

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাহোরে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতা তথা বলিউডের প্রবীণ অভিনেতা শত্রুঘ্ন সিনহা। যিনি কিনা একসময়ে গেরুয়া শিবিরের সাংসদ ছিলেন। পাকিস্তানে ঠিক কী করতে কী গিয়েছেন শত্রুঘ্ন সিনহা? বিয়ের অনুষ্ঠানের নেপথ্যেও কি অন্য কোনও কারণ রয়েছে? নেটদুনিয়ায় বলিউড অভিনেতার ছবি ভাইরাল হতেই হইচই পড়ে গিয়েছে। উঠছে আসছে নানা প্রশ্ন।   

এমনকী, লাহোরে সেই বিয়ের অনুষ্ঠানে জনপ্রিয় পাক অভিনেত্রী রিমা খানের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে শত্রুঘ্ন সিনহাকে। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি উঠে এসেছে তাতে পাক অভিনেত্রী রিমা খানের পাশে বসেই ছবি তুলেছেন বর্তমান কংগ্রেস নেতা শত্রুঘ্ন সিনহা। আসলে ছবিটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন এক পাক ফটোগ্রাফার। অভিনেত্রী রিমা খান নিজেও অবশ্য সোশ্যাল মিডিয়ায় ভারতীয় অভিনেতার সঙ্গে পোজ দেওয়া ছবিটি শেয়ার করেছেন।

[আরও পড়ুন: ‘শুধু একুশেই কেন মাতৃভাষা স্মরণ?’, মোক্ষম জবাব দিলেন ‘ফেলুদা’ টোটা ]

পাকিস্তানের লাহোরে বিয়ের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহা যোগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেই নেটদুনিয়ায় ভাইরাল হতে তা সময় লাগেনি। সোশ্যাল মিডিয়ায় রিমার সেই পোস্ট থেকেই জানা গিয়েছে যে লাহোরে ওই বিয়ের অনুষ্ঠানটি হিনা ও আহমেদ নামে দুই পাক নাগরিকের।

প্রসঙ্গত, গতবছর লোকসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। পাটনা সাহিব থেকেই লোকসভার কংগ্রেস প্রার্থী হিসেবে ভোট লড়েছিলেন। কিন্তু হেরে যান।  

[আরও পড়ুন: বাংলা ভাষা নিয়ে আজব প্রশ্ন এফএম চ্যানেলের, প্রতিবাদে গর্জে উঠলেন কবীর সুমন ]

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

Attended wedding in Lahore . . #shatrughansinha #lahore #weddingbells #qawalinight

A post shared by Reema Khan (@iamreemakhan) on

Sangbad Pratidin News App: খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে লাইক করুন ফেসবুকে ও ফলো করুন টুইটারে