Advertisement
Advertisement

Breaking News

Kareena Kapoor Khan

কবে দ্বিতীয় সন্তানের জন্ম দেবেন করিনা? দিনক্ষণ জানালেন খোদ রণধীর কাপুর

নতুন অতিথির আগমনের অপেক্ষায় পতৌদি পরিবার।

Actress Kareena Kapoor Khan to give birth 2nd baby On Feb 15 | Sangbad Pratidin
Published by: Paromita Kamila
  • Posted:February 10, 2021 5:10 pm
  • Updated:February 10, 2021 5:10 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘সুখ’ থাকলে ‘দুঃখ’ থাকবে, ‘হাসি’ থাকলে ‘কান্না’ও থাকবে। জীবনের ওঠা-পড়ায় থেমে থাকলে হবে না। দ্য শো মাস্ট গো অন। এই কথাটা এখন বেশি প্রাসঙ্গিক কাপুর পরিবারেও। মঙ্গলবারই ঋষি কাপুরের পর, রণধীর কাপুরের ছোট ভাই রাাজীব কাপুর প্রয়াত হয়েছেন। আর বুধবার সেই পরিবারে নতুন অতিথি আগমনের আগাম খবর সামনে এসেছে।

১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন করিনা কাপুর খান ( Kareena Kapoor Khan)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন বাবা রণধীর কাপুর (Randhir Kapoor)।  তিনি জানিয়েছেন, চিকিৎসকেরা ওই তারিখই জানিয়েছেন। তাই পরিবারে আরও এক নতুন সদস্য আসার আগাম প্রস্তুতি সেরে ফেলেছে কাপুর ও পতৌদি পরিবার। ফের একবার দাদু হতে চলার জন্য উচ্ছ্বসিত তিনি।

Advertisement

কিছুদিন আগেই পিতৃত্বকালীন ছুটি নিয়েছেন সইফ আলি খান। এদিকে অন্তঃসত্ত্বা থাকাকালীন কাজকর্ম বন্ধ রাখেননি নবাব পত্নী। কম বেশি হলেও সিনেমার শুটিং থেকে ফটোশুট সবই করেছেন করিনা। জানিয়েছিলেন, প্রথমবার মা হওয়ার সময় একটু ভয় পেলেও, এইবার অনেকটা তৈরি তিনি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kareena Kapoor Khan (@kareenakapoorkhan)

[আরও পড়ুন:অস্কারের দৌড় থেকে ছিটকে গেল ‘জাল্লিকাট্টু’, সেরা দশে শর্ট ফিল্ম ‘বিট্টু’]

প্রসঙ্গত, মঙ্গলবারই হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ‘রাম তেরি গঙ্গা মইলি’ খ্যাত অভিনেতা রাজীব কাপুর। শেষ যাত্রায় তাঁকে শ্রদ্ধা জানাতে কাপুর বাড়িতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান (Shahrukh khan) , চাঙ্কি পাণ্ডে, অনিল আম্বানী। লতা মঙ্গেশকর (Lata Mangeshkar), সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ছাড়াও অনান্য বলি তারকারাও টুইটে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন।

[আরও পড়ুন: মিমি কি সিঙ্গল? কীভাবে কাটাবেন ভালবাসার দিনটি? অভিনেত্রী নিজেই জানালেন]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ