Advertisement
Advertisement

Breaking News

Rituparna Sengupta

বাবাকে মিস করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, খোলা চিঠিতে লিখলেন মনের কথা

১১ বছর আগে বাবাকে হারিয়েছিলেন অভিনেত্রী।

Actress Rituparna Sengupta posted picture in memory of her father | Sangbad Pratidin
Published by: Suparna Majumder
  • Posted:July 18, 2021 7:34 pm
  • Updated:July 18, 2021 9:00 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ বছর আগে বাবাকে হারিয়েছেন। এখনও তাঁকে কতটা মিস করেন সোশ্যাল মিডিয়ায় জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta)। বাবাকে খোলা চিঠি লিখলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় বাবার সঙ্গে নিজের পুরনো ছবি পোস্ট করে ঋতুপর্ণা লিখেছেন, “এখনও তোমার হাসির শব্দ শুনতে পাই… আমাকে নিয়ে তোমার সারক্ষণ চিন্তা করা… যদিও এখন ফোন আসা বন্ধ হয়ে গিয়েছে…আমি অন্য কোনও শহরে গেলেই তা ক্রমাগত বেজে যেত… কারও কাছে যে আমি কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারতাম… তোমার সেই হাসির শব্দগুলো এখনও যেন শুনতে পাই…জীবনের কত কিছু নিয়ে পরামর্শ দিয়েছ… কিন্তু কখনও বলোনি এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে… আর কেউ নেই যাকে বাড়ি ফিরে দিনের গল্পগুলো বলব… আমার সাদা, কালো আর ধূসর অভিজ্ঞতাগুলো শোনার কেউ নেই… সেই কৌতূহলী প্রশ্নগুলো মিস করি…আজেবাজে সবরকম কথা শোনার মানুষটাকে মিস করি।”

Advertisement

[আরও পড়ুন: YouTube ভিডিওতে মৃত্যুর ভুয়ো খবর, প্রতিবাদ করতে গিয়ে এ কী হল অভিনেতা সিদ্ধার্থর!]

দীর্ঘ এই পোস্টের শেষের দিকেই অভিনেত্রী জানান ১১ বছর আগে বাবাকে হারিয়েছেন। জানান, এখনও বাবার প্রিয় মিষ্টি এনে তাঁকে স্মরণ করেন তিনি ও তাঁর ভাই। প্রতিদিন তাঁর দেখানো পথেই চলার চেষ্টা করেন। তারপরই অভিনেত্রী লেখেন, “তুমি কি আমাদের শুনতে পাও? আমরা যা বলি নোট করে রাখো? আমি বিশ্বাস করি, তুমি তাই করো… প্রতিটা মুহূর্তে তোমার অভাব বোধ করি…তুমি আর কথা বললেও চারদিকে যেন তোমার গলার স্বর শোনা যায়…তোমার ভালবাসাই আমাদের আবিষ্ট করে রেখেছে… তুমি আমাদের সুপার ড্যাড… সুখ, দুঃখে প্রতিটা মুহূর্তে তোমায় স্মরণ করি… আমেন।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

[আরও পড়ুন: জুলাইয়ের শেষ ১০ দিনে ওয়েব দুনিয়ায় মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ, রইল তালিকা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ