Advertisement
Advertisement
Chanchal Choudhury

বিদেশের মাটিতে চঞ্চল ‘হাওয়া’! আফ্রিকার যুবক গাইলেন ‘সাদা সাদা কালা কালা’

গান শুনে যুবককে শুভেচ্ছা জানিয়েছেন চঞ্চল চৌধুরী।

african singer sang Bengali Song from Hawa| Sangbad Pratidin
Published by: Akash Misra
  • Posted:May 2, 2023 10:23 am
  • Updated:May 2, 2023 10:23 am

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের হাওয়া এবার পৌঁছে গেল সুদূর কানাডায়! তাও আবার আফ্রিকার যুবকের হাত ধরে। ভাবছেন এ আবার কেমন কাণ্ড!

গপ্পোটা হল, কানাডা নিবাসী আফ্রিকার এক যুবক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, চঞ্চল চৌধুরী অভিনীত জনপ্রিয় ছবি হাওয়ার জনপ্রিয় গান সাদা সাদা কালা কালা গাইছেন তিনি। আর সেই ভিডিওই নিজের ফেসবুকে শেয়ার করে আপ্লুত চঞ্চল।

Advertisement

[আরও পড়ুন: ‘চুরি’ হয়েছিল ‘অবতারে’র চিত্রনাট্য, স্পিলবার্গের ‘ইটি’ নিয়ে অভিযোগ ছিল খোদ সত্যজিতের ]

চঞ্চল ফেসবুকে সেই ভিডিও শেয়ার করে লিখলেন, ”ওর নাম Zoutenn Atikblues.
জন্ম ও বেড়ে ওঠা আফ্রিকায়, বর্তমানে কানাডায় থাকে। হঠাৎ আজ ফেসবুকে ওর গান শুনলাম। তাও আবার বাংলা গান…. “হাওয়া” সিনেমার “সাদা সাদা কালা কালা”,মেঘদলের “এ হাওয়া”,রবীন্দ্রনাথের “আমারও পরান যাহা চায়”……সহ অনেক গান। ইনবক্সে কথা বললাম,পরিচয় হলো,ধন্যবাদ ও ভালোবাসা জানালাম।উত্তরে সে আমাকে লিখলো…..

Advertisement

“Thank you so much sir. This means a lot to me. I am a big fan of your work. I actually got inspired by a video of you and your son singing “Sada Sada Kala Kala” song on Facebook. After watching your video couple of time I decided to sing this song.” এত চমৎকার মায়া ওর গায়কীতে ,প্রাণটা জুড়িয়ে গেলো। শিল্পের শক্তি বোধ হয় এটাই…. কোন ভিনদেশী একজন অবাঙালী সুরের জালে আটকা পড়ে বাংলা গান গাইছে। কি অসাধারন !!! অনেক ভালোবাসা জেনো বিদেশী বন্ধু….. আমাদের ভাষা আর সুরের জালে তোমাকে আমরা বন্দী করতে পেরেছি॥ বি:দ্র: ওর গাওয়া তিনটা গান একসাথে করে দিয়েছি।অনুগ্রহ করে পুরোটা শুনবেন।

গত ১৪ মে ছিল ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের ৯৯তম জন্মতিথি। সেদিনই তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘পদাতিক’ (Padatik) ওয়েব সিরিজ তৈরি করার কথা ঘোষণা করেছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। কিন্তু মৃণাল সেনের ভূমিকায় কে অভিনয় করতে পারেন? এই প্রশ্নের উত্তর ২০২২ সালের শেষেই পাওয়া যায়। কিংবদন্তি পরিচালকের চরিত্রে অভিনয়ের প্রস্তাবে সম্মতি জানান চঞ্চল চৌধুরী। প্রকাশ্যে আসে ফার্স্টলুক।

ফার্স্টলুকেই চমকে দিয়েছিলেন চঞ্চল। অবিকল যেন মৃণাল সেন, এমনটাই বলেছিলেন নেটিজেনরা। এবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নতুন ছবি দেখে মুগ্ধ নেটিজেনরা। কোনও ছবিতে বেশি বয়সের ছাপ দেখা যাচ্ছে, কোনও বয়সে আবার ফুটে উঠেছে আভিজাত্য। আর তাতেই যেন বাজিমাত করছেন অভিনেতা।

[আরও পড়ুন: তৃণমূল নেতা সৌম্যকে বিয়ে করলেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়, কেমন সাজলেন অভিনেত্রী? ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ