Advertisement
Advertisement

Breaking News

SRK Sameer Wankhede

‘যত্ত সড়কছাপ…’! ‘ডাঙ্কি’ মুক্তির আগে ফের শাহরুখকে খোঁচা সমীর ওয়াংখেড়ের?

কোন প্রসঙ্গে বাদশাকে কটাক্ষ এনসিবি কর্তার?

Ahead Dunki release Sameer Wankhede reacts to SRK's viral dialogue from Jawan | Sangbad Pratidin
Published by: Sandipta Bhanja
  • Posted:December 20, 2023 8:42 pm
  • Updated:December 20, 2023 8:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “বেটে কো হাত লাগানে সে পেহেলে বাপ সে বাত কর…”, ‘জওয়ান’ ছবিতে এমন দুরন্ত সংলাপ শুনে নেটপাড়ার পিলে প্রায় চমকে উঠেছিল! এই রগরগে ডায়লগ সমীর ওয়াংখেড়ের উদ্দেশেই নয় তো? প্রাক্তন এনসিবি কর্তাকে ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি? এমন প্রশ্নে অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। এবার ‘ডাঙ্কি’ (Dunki) মুক্তির আগে সেই প্রেক্ষিতেই ফের শাহরুখ খানকে খোঁচা দিলেন ওয়াংখেড়ে (Sameer Wankhede)।

‘জওয়ান’ রিলিজের পর নেটপাড়ার একাংশের দাবি করেছিলেন, বছর দেড়েক আগে ছেলে আরিয়ান খানের মাদককাণ্ডের অপমান ভুলতে পারেননি শাহরুখ (Shah Rukh Khan)! আর সেই ছাই চাপা আগুনের মতো রাগের বহিঃপ্রকাশই ‘জওয়ান’-এর ‘বাপ-বেটা’ ডায়লগ। তৎকালীন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-কর্তা সমীর ওয়াংখেড়ের প্রমোদতরী অভিযানের জেরেই ১ মাস শ্রীঘরে কাটাতে হয়েছিল বাদশাপুত্রকে। রাজপ্রাসাদ মন্নতের ওপরে ঘনিয়ে এসেছিল কালো মেঘ! সেই মাদক মামলায় আরিখান খান ছাড় পেলেও পরবর্তীতে এনসিবি কর্তার পদ খুইয়েছেন সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede )। এবার এক সাক্ষাৎকারে ‘ডাঙ্কি’ রিলিজের প্রাক্কালে ‘জওয়ান’ ছবির সেই সংলাপকেই ‘সড়কছাপ’ বলে কটাক্ষ করলেন সমীর ওয়াংখেড়ে।

Advertisement

[আরও পড়ুন: বুর্জ খলিফায় বাদশারাজ, ‘ডাঙ্কি’ ঝড়ে কাঁপছে বলিউডও, ফার্স্ট ডে ফার্স্ট শো দেখছেন কোন তারকারা?]

‘মেন এক্সপি’র সঙ্গে সাক্ষাৎকারে এনসিবি অফিসার জানান, তিনি সাধারণত সিনেমা দেখেন না কিংবা এই ধরণের সংলাপও নজরে রাখেন না। তাই ‘জওয়ান’ (Jawan) ছবির বিষয়েও কোনও খোঁজখবর রাখেননি। এরপরই তাঁর মন্তব্য, “ছবির ওই সংলাপ যদি আমাকে নিয়েই হয়, তাহলে আমি ইংরেজিতেই তাকে পালটা দিতে স্বচ্ছন্দ্য বোধ করব। তাছাড়া এই সংলাপটা আমার কাছে অত্যন্ত ‘সড়কছাপ’ বলে মনে হল।” এরপরই এক লেখকের কথা ধার করে সমীরের মন্তব্য, “আমি যেসমস্ত ঘরবাড়ি, সেতু জ্বালিয়ে-পুড়িয়ে ছারখার করেছি, সেখানেই ভস্ম-নৃত্য করেছি। তাই আমাকে ভয় পাওয়ানোর চেষ্টা বৃথা।” এর আগেও নিকোলে লিওনসের উদ্ধৃতি ধার করে এই একই অর্থের টুইট করেছিলেন সমীর ওয়াংখেড়ে।

Advertisement

তবে জওয়ান-এর সংলাপ নিয়ে বিরক্তি প্রকাশ করলেও সমীর ওয়াংখেড়ে শাহরুখ সম্পর্কে বলেন, “ওঁর সঙ্গে এর আগে যখন ২-৩ বার দেখা হয়েছে, সেটা ভীষণই হার্দিক ছিল। আমরা একে-অপরকে ভালো করে চিনি।”

[আরও পড়ুন: ‘সাফল্য পায়ে লুটিয়ে পড়ুক’, ‘ব়্যাঞ্চো’ স্টাইলে রাজু-শাহরুখের ‘ডাঙ্কি’কে শুভেচ্ছা আমিরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ